দিল্লি, ৬ অক্টোবর: হাথরস মামলা দিল্লিতে সরানোর আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি। উত্তরপ্রদেশে ঘটনার তদন্ত ও শুনানি নিরপেক্ষ ভাবে হবে না, এই আশঙ্কায় মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এদিন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে হতে চলছে মামলার শুনানি।
ঘটনায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্ত সিবিআই বা সিটকে দিয়ে করানোর আবেদনও জানানো হয়েছে। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এদিকে ইতিমধ্যেই এ পি সিংকে অভিযুক্ত পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজা মানবেন্দ্র সিং। একইসঙ্গে এ পি সিংকে অভিযুক্তদের হয়ে মামলা লড়ার আবেদন জানিয়েছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহসভাও।
এবিষয়ে এক চিঠিতে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার অভিযোগ, তফসিলি জাতি ও উপজাতি আইনের অপব্যবহার করে অভিযুক্তদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে ঘটনার আসল সত্য তুলে ধরতেই মামলার দায়িত্ব দেওয়া হচ্ছে এ পি সিংকে। এর আগে দিল্লির নির্ভয়াকান্ডেও অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন এ পি সিং।