রেলের অনুষ্ঠানে বিরোধী জোট 'ইন্ডিয়া'কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০৮টি রেলওয়ে স্টেশনের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী মোদীর তীব্র আক্রমণ করেন বিরোধী জোটকে। তিনি উল্লেখ করেছেন যে, ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২ সালের ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতার জন্য হয়েছিল। আজ দেশ উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে, দেশ থেকে সমস্ত মন্দকে মুছে ফেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর কথায়,"সর্বত্র একটাই আওয়াজ - দুর্নীতি, ভারত ছাড়ো। রাজবংশ, ভারত ছাড়ো। তুষ্টি, ভারত ছাড়ো।"
প্রধানমন্ত্রী বলেন, "দেশ একটি আধুনিক সংসদ ভবন তৈরি করেছে। সংসদ দেশের গণতন্ত্রের প্রতীক। এতে ক্ষমতাসীনদের পাশাপাশি বিরোধী পক্ষের প্রতিনিধিত্ব রয়েছে। কিন্তু বিরোধী দলের এই দলটি নতুন সংসদ ভবনের বিরোধিতা করেছে।"
অমৃত ভারত স্টেশন স্কিম প্রকল্পে দেশের ৫০৮টি স্টেশনের চেহারা খোলনলচে বদলে ফেলার উদ্যোগ নিল ভারতীয় রেল। যার মধ্যে রয়েছে বাংলার ৩৭টি স্টেশন। রবিবার সকাল সোয়া এগারোটা নাগাদ দিল্লি থেকে ভার্চুয়াল এই প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।
আধুনিকীকরণের জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রেল। এর মধ্যে রয়েছে রাজ্যের (West Bengal) ৩৭টি স্টেশন। এজন্য বরাদ্দ করা হয়েছে ১৫০৩ কোটি টাকা।
এই ৩৭ টি স্টেশনের মধ্যে রয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ৫টি স্টেশন। একেবারে বিমানবন্দরের ধাঁচে পূর্ব রেলের আসানসোল রেল স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে। আসানসোল রেলস্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩১ কোটি টাকা। আধুনিকীকরণের তালিকায় রয়েছে শিয়ালদহ মেন লাইনে সাতটি স্টেশনও। এর মধ্যে অন্যতম ব্যারাকপুর রেল স্টেশনের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ২৬.৭ কোটি টাকা।
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, চাঁদপাড়া স্টেশন, আলিপুরদুয়ারের দলগাঁও, ফালাকাটা ও নিউ আলিপুরদুয়ার স্টেশন, বর্ধমানের অন্ডাল, বর্ধমান, আসানসোল, পাণ্ডবেশ্বর, কাটোয়া স্টেশন, বীরভূমের বোলপুর, রামপুরহাট স্টেশন, কোচবিহারের দিনহাটা, উত্তর দিনাজপুরের ডালখোলা, কালিয়াগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশন, হুগলির অম্বিকা কালনা, শেওড়াফুলি, তারকেশ্বর স্টেশন, জলপাইগুড়ির বিন্নাগুড়ি, ধুপগুড়ি, হলদিমারি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুডি রোড. কামাখ্যাগুড়ি, নিউ ম্যাল জংশন, কলকাতার শিয়ালদহ, মালদহের মালদহ টাউন, সামসী স্টেশন, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, নিউ ফারাক্কা জংশন, নদিয়ার বেথুয়াডহরি, কৃষ্ণনগর সিটি, নবদ্বীপ ধাপ, শান্তিপুর স্টেশন।