আজকের যুগে সুদামা যদি কৃষ্ণকে অন্ন দিলে তাই নিয়েও মামলা হয়ে যেত। বলা হত, কৃষ্ণ দুর্নীতি করছেন। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উত্তরপ্রদেশের সম্বলে কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেখানেই বিরোধীদের কটাক্ষ করে এ কথা বলেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, 'প্রমোদ কৃষ্ণম বলেছেন, প্রত্যেকেরই কিছু না কিছু দেওয়ার আছে। কিন্তু আমার কিছুই দেওয়ার নেই। আমি শুধু আমার অনুভূতিটুকু প্রকাশ করতে পারি। তবে ভালই হয়েছে যে কিছুই দেওয়া হয়নি। সময় পাল্টেছে। যদি সুদামা এক মুঠো অন্ন দিতেন শ্রীকৃষ্ণকে, অবস্থা এমনই যে, আজকের যুগে সেটা করলে তার ভিডিও বের হবে। সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয়ে যেত। বলা হত যে দুর্নীতি করে ভগবান কৃষ্ণকে কিছু দেওয়া হয়েছিল। ভগবান কৃষ্ণ দুর্নীতি করছেন।'
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ উত্তরপ্রদেশের মাটি থেকে ভক্তি ও আধ্যাত্মিকতার আরও এক ধারা প্রবাহিত হতে চলেছে। আজ আরও একটি পবিত্র স্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। আমি বৃহৎ কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনের সৌভাগ্য পেয়েছি। আমি নিশ্চিত যে কল্কি ধাম ভারতীয় ধর্মীয় বিশ্বাসের এক মহান কেন্দ্র হিসেবে স্থান পাবে।'
তীর্থস্থানগুলির উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ একদিকে আমাদের তীর্থস্থানগুলির উন্নয়ন হচ্ছে, অন্যদিকে শহরগুলিতেও উচ্চ প্রযুক্তির পরিকাঠামো তৈরি করা হচ্ছে। আজ যেমন মন্দিরও তৈরি হচ্ছে, তেমন সারা দেশে নতুন মেডিকেল কলেজও তৈরি হচ্ছে। এই পরিবর্তনগুলিই প্রমাণ করে যে সময়ের চাকা ঘুরেছে। আজ আমাদের দোরগোড়ায় এক নতুন যুগ আসন্ন। সেই কারণেই আমি লাল কেল্লা থেকে বলেছিলাম, এটাই সময়, এটাই সঠিক সময়।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমি প্রমোদ কৃষ্ণমকে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে দূর থেকে চিনতাম। কিন্তু কয়েকদিন আগে যখন আমি তাঁর সঙ্গে দেখা করি, তখনই জানতে পারলাম যে তিনি এই ধরনের ধর্মীয়-আধ্যাত্মিক কাজে ঠিক কতটা পরিশ্রম করেন। কল্কি মন্দিরের জন্য তাঁকে বিগত সরকারের আমলে দীর্ঘ লড়াই করতে হয়েছে, এমনকি আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আজ আমাদের সরকারের অধীনে ওঁরা মনের শান্তি নিয়ে এই কাজ শুরু করতে পেরেছে।'
উল্লেখ্য, সোমবার সকালে সম্বল পৌঁছান প্রধানমন্ত্রী। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর তিনি সরাসরি অনুষ্ঠানস্থলে পৌঁছে পুজোয় অংশ নেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রী কল্কি ধাম মন্দিরের ভূমিপূজন করেন। পুজোর সময় প্রধানমন্ত্রীর একপাশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বসেছিলেন। অন্যপাশে বসেছিলেন কল্কি ধাম কনস্ট্রাকশন ট্রাস্টের সভাপতি আচার্য প্রমোদ কৃষ্ণম।