Advertisement

PM Modi calls Jagdeep Dhankhar: '২০ বছর ধরে অপমান সহ্য করছি,' কল্যাণের ব্যঙ্গ ইস্যুতে ধনখড়কে ফোন মোদীর

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করার ঘটনায় দু:খপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদ চত্বরে ধনখড়কে নকল করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় এ বার দু:খপ্রকাশ করলেন মোদী।

জগদীপ ধনখড়, নকল করছেন কল্যাণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁ দিক থেকে)।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Dec 2023,
  • अपडेटेड 11:04 AM IST
  • ধনখড়কে বুধবার ফোন করেন প্রধানমন্ত্রী।
  • ধনখড়কে নকল করার ঘটনায় দু:খপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • কথোপকথনের অংশ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন উপরাষ্ট্রপতি। 

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করার ঘটনায় দু:খপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদ চত্বরে ধনখড়কে নকল করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় এ বার দু:খপ্রকাশ করলেন মোদী। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ধনখড়কে বুধবার ফোন করেন প্রধানমন্ত্রী। সেই কথোপকথনের অংশ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন উপরাষ্ট্রপতি। 


ধনখড়কে কী বলেছেন মোদী? 

এক্স হ্যান্ডলে ধনখড় লিখেছেন, 'উনি (প্রধানমন্ত্রী) আমায় বলেছেন যে, উনি এই ধরনের অপমান গত ২০ বছর ধরে সহ্য করছেন এবং এখনও করছেন। বলেছেন,  উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক দফতরে এবং সংসদে যে এ ধরনের ঘটনা ঘটতে পারে, তা দুর্ভাগ্যজনক।'রাজ্যসভার চেয়ারম্যান আরও লিখেছেন, 'প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়েছি। কয়েক জন সাংসদের আচরণে উনি দু:খপ্রকাশ করেছেন।' প্রধানমন্ত্রীকে উপরাষ্ট্রপতি বলেছেন, 'আমি ওঁকে বলেছি, মি. প্রধানমন্ত্রী, এই ধরনের ঘটনায় আমি আমার কর্তব্য থেকে পিছু হঠব না। কোনও অপমানই আমার কাজের ধারাকে বদলাতে পারবে না।' 

কী করেছেন কল্যাণ?

সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তপ্ত রয়েছে সংসদের দুই কক্ষ। এই নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছেন বিরোধী সাংসদেরা। বিরোধী সাংসদদের অসংসদীয় আচরণের অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদেরা। বিক্ষোভ প্রদর্শনের সময় রাজ্যসভার চেয়ারম্যানের নকল করে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদের বাইরে জমায়েত করেছিলেন বিরোধী সাংসদেরা। সেই সময়ই সকলের সামনে ধনখড়ের নকল করে দেখান কল্যাণ। যা দেখে হেসে ফেলেন বিরোধী সাংসদেরা। এই ঘটনা ক্যামেরাবন্দি করতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই ঘটনায় সরব হয়েছেন খোদ রাজ্যসভার চেয়ারম্যান। এই ঘটনায় তৃণমূলের কল্যাণের উপর ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি ধনখড়। তিনি বলেছেন, 'লজ্জাজনক ঘটনা'। তিনি আরও বলেছেন, 'এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। এক জন সাংসদ নকল করছেন এবং আর এক জন সাংসদ ভিডিয়োগ্রাফি করছেন।'
 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement