Advertisement

'এক দেশ এক আইন' শীঘ্রই? UCC নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্র

ইউনিফর্ম সিভিল কোডে সব ধর্মের জন্যই একই আইনের ব্যবস্থা থাকবে। প্রতিটি ধর্মেরই বর্তমানে নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। এর মাধ্যমেই বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তির জন্য আলাদা আলাদা আইন স্থির করা রয়েছে।

UCC
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jul 2023,
  • अपडेटेड 1:19 PM IST
  • ইউনিফর্ম সিভিল কোডের জন্য এই মন্ত্রীদের 'টিম' গঠন করা হয়েছে।
  • ইউনিফর্ম সিভিল কোডে সব ধর্মের জন্যই একই আইনের ব্যবস্থা থাকবে।
  • UCC-র মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার এবং সম্পত্তির অধিকার সম্পর্কিত আইন সকলের ক্ষেত্রেই সমান হয়ে যাবে।

Uniform Civil Code GoM: ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রথম বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। একটি মন্ত্রীদের গ্রুপ গঠন করা হয়েছে। এতে মোট চারজন মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই GoM-এর সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

ইউনিফর্ম সিভিল কোডের জন্য এই মন্ত্রীদের 'টিম' গঠন করা হয়েছে। এই গ্রুপে শুধুমাত্র অভিজ্ঞ মন্ত্রীদেরই স্থান দেওয়া হয়েছে। GoM-এর নেতৃত্বে কিরেন রিজিজু। GOM-এর বাকি সদস্যদের মধ্যে আছেন  স্মৃতি ইরানি, জি কিশান রেডিড এবং অর্জুন রাম মেঘওয়াল। বুধবারও চার মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

ইউনিফর্ম সিভিল কোড কী?
ইউনিফর্ম সিভিল কোডে সব ধর্মের জন্যই একই আইনের ব্যবস্থা থাকবে। প্রতিটি ধর্মেরই বর্তমানে নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে। এর মাধ্যমেই বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তির জন্য আলাদা আলাদা আইন স্থির করা রয়েছে। UCC বাস্তবায়নের ফলে, সকল ধর্মের ভারতীয়ের ক্ষেত্রেই শুধুমাত্র দেওয়ানী বিধি দ্বারাই আইনি বিচার করা হবে। UCC-র মাধ্যমে বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার এবং সম্পত্তির অধিকার সম্পর্কিত আইন সকলের ক্ষেত্রেই সমান হয়ে যাবে।

দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে 


এই চার মন্ত্রী মূলত ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এর বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। কিরেন রিজিজু আদিবাসী সংক্রান্ত বিষয়ে, স্মৃতি ইরানি নারী অধিকার সংক্রান্ত বিষয়ে, জি কিষাণ রেড্ডি উত্তর-পূর্ব রাজ্যগুলির বিষয়ে এবং আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আইনি বিষয়গুলি দেখভাল করবেন। উত্তর-পূর্বের কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন এই চার মন্ত্রী।

ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করার লক্ষ্যে এটিই কেন্দ্রীয় সরকারের প্রথম বড় পদক্ষেপ। এর আগে ভোপালেও বিজেপি বুথ কর্মীদের সঙ্গে আলাপচারিতার সময়ে অভিন্ন সিভিল কোডের পক্ষে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই তুঙ্গে ছিল জল্পনা। এবার সেই দিকে একধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। চার মন্ত্রীদের মধ্যে কয়েকজন এই বিষয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেছেন।

Advertisement

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ভোপালে ভাষণ দেওয়ার সময়েই ইউসিসি সম্পর্কে বড় বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, "ভারতের মুসলমানদের বুঝতে হবে, ঠিক কোন রাজনৈতিক দলগুলি এই কাজ করছে। একই বাড়িতে একজন সদস্যের জন্য একরকম আইন এবং অন্য সদস্যের জন্য অন্য আইন কীভাবে প্রযোজ্য হতে পারে? সেই বাড়ি তাহলে চলবে কী করে? তাহলে দেশই বা এমন দ্বৈত ব্যবস্থা নিয়ে কীভাবে চলবে? অনেকে আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। কিন্তু তাঁরা যদি মুসলমানদের প্রকৃত শুভাকাঙক্ষী হতেন, তাহলে মুসলমানরা পিছিয়ে থাকতেন না। সুপ্রিম কোর্ট বারবার বলেছে এই ইউনিফর্ম সিভিল কোড আনতে, কিন্তু এই ভোটব্যাঙ্কের লোভী লোকজন তা করতে চান না।"

UCC কি ভারতের সংবিধানেও আছে?


হ্যাঁ, ইউনিফর্ম সিভিল কোড ভারতের সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদেই উল্লেখিত রয়েছে। সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অধীনে এটি উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিকের জন্যই অভিন্ন নাগরিক বিধি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। ৪৪ নম্বর অনুচ্ছেদে উত্তরাধিকার, সম্পত্তির অধিকার, বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং সন্তানের দাবি সংক্রান্ত সাধারণ নাগরিক আইনগুলি সকলের জন্য সমান করার সুপারিশ করা হয়েছে। 

কী বদল আসবে?


UCC বাস্তবায়িত হলে হিন্দু (বৌদ্ধ, শিখ এবং জৈন সহ), মুসলিম, খ্রিস্টান এবং পার্সিদের সমস্ত আলাদা আলাদা আইন বাতিল করা হবে। বিজেপি-র যুক্তি, ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে দেশে প্রকৃত অভিন্নতা আনা হবে। ইউসিসি বাস্তবায়িত হলে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তানের ভার গ্রহণ এবং সম্পত্তির বিভাজনের মতো বিষয়ে সমস্ত ধর্মের জন্যই সারা দেশে অভিন্ন নিয়ম জারি হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement