- গত ২১ মাসে সাড়ে ৪ কোটি পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। গত ৭ বছরে দেশের অনেক পুরনো বিবাদ মিটিয়ে দেওয়া হয়েছে। কারণ গত ৭ বছরে টিম ইন্ডিয়া হিসেবে কাজ করা হয়েছে। বললেন মোদী।
- মহামারির মাঝেও কৃষকরা রেকর্ড উৎপাদন করেছেন। কোথাও কোথাও কৃষকরা শর্ষের জন্য এমএসপির চেয়েও বেশি দাম পেয়েছেন। সংকটে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। বললেন মোদী।
- দিল্লির এক ল্যাব টেকনিশানের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী। নিজের অভিজ্ঞতার কথা মন কি বাতে বললেন ওই ল্যাব টেকনিশিয়ান।
- দেশে প্রতিদিন প্রাত ৯,৫০০ মেট্রিকটন অক্সিজেন উৎপন্ন হচ্ছে। বললেন নরেন্দ্র মোদী।
- অক্সিজেন পৌঁছে দিচ্ছে বায়ুসেনা। মন কি বাতে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী।
- অক্সিজেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে এগিয়ে এসেছে ভারতীয় রেল। চালু হয়েছে অক্সিজেন এক্সপ্রেস। একটি অক্সিজেন এক্সপ্রেস সম্পূর্ণ মহিলারা চালাচ্ছেন, বললেন প্রধানমন্ত্রী। অক্সিজেন এক্সপ্রেসের এক মহিলা লোকো পাইলটের সঙ্গে মন কি বাতে কথা বললেন নরেন্দ্র মোদী।
- উত্তরপ্রদেশের লিক্যুইড অক্সিজেন ট্যাঙ্কার চালকের সঙ্গে মন কি বাতে কথা বললেন প্রধানমন্ত্রী।
- করোনার দ্বিতীয় ওয়েভে অক্সিজেনের চাহিদা বেড়ে গিয়েছিল। দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ায় ছিল রীতিমতো চ্যালেঞ্জের। বললেন প্রধানমন্ত্রী।
- ঘূর্ণিঝড়ের মোকাবিলায় করেছেন মানুষ। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এর মোকাবিলা করেছে। যাঁরা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, তাঁদের স্যালুট। মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী।
আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে গোটা দেশ। চলছে টিকাকরণ। লকডাউনের পথে হেঁটেছে বেশকিছু রাজ্য। কোনও কোনও রাজ্য ইতিমধ্যেই লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। কোথাও আবার শুরু হয়েছে আনলকের প্রস্তুতি। এই পরিস্থিতিতে মন কি বাতের ৭৭তম পর্বে কী বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকেই তাকিয়ে গোটা দেশ।