Advertisement

PM Modi: 'আপনি ভোটে দাঁড়িয়েছেন?' গ্রামের মহিলাকে হঠাত্‍ অফার মোদীর, কী জবাব পেলেন? VIRAL

নিজের সাংসদীয় এলাকায় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার বারাণসীর গ্রামীণ এলাকা সেবাপুরিতে জনসংযোগের একটি সভায় যোগ দেন। সেখানে বক্তব্য রাখছিলেন চন্দাদেবী নামে এক মহিলা। এক স্ব-নির্ভর গোষ্ঠীর প্রতিনিধি তিনি। সেই চন্দাদেবীর ভাষণে মুগ্ধ হয়ে নরেন্দ্র মোদী বলেন, 'আপনি খুব ভাল বক্‌তৃতা দেন। আপনি কি কখনও নির্বাচনে লড়েছেন?'

কখনও ভোটে দাঁড়িয়েছেন? প্রশ্ন প্রধানমন্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2023,
  • अपडेटेड 5:57 PM IST
  • দারুণ বক্তৃতা দেন। আপনি কখনও ভোটে লড়েছেন? গ্রামের সাধারণ মহিলার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সোমবার বারাণসীতে 'বিকাশশীল ভারত সংকল্প যাত্রা'র দ্বিতীয় দিন ছিল। সেই সম্পর্কিত একটি অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী।
  • সেই সময়েই চন্দাদেবী নামে এক মহিলার প্রশংসা করেন। তাঁকে মজার ছলে নির্বাচনে লড়ার প্রস্তাব দেন।

দারুণ বক্তৃতা দেন। আপনি কখনও ভোটে লড়েছেন? গ্রামের সাধারণ মহিলার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বারাণসীতে 'বিকাশশীল ভারত সংকল্প যাত্রা'র দ্বিতীয় দিন ছিল। সেই সম্পর্কিত একটি অনুষ্ঠানে মহিলাদের সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। সেই সময়েই চন্দাদেবী নামে এক মহিলার প্রশংসা করেন। তাঁকে মজার ছলে নির্বাচনে লড়ার প্রস্তাব দেন।

বকতৃতা শুনে মুগ্ধ
নিজের সাংসদীয় এলাকায় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার বারাণসীর গ্রামীণ এলাকা সেবাপুরিতে জনসংযোগের একটি সভায় যোগ দেন। সেখানে বক্তব্য রাখছিলেন চন্দাদেবী নামে এক মহিলা। এক স্ব-নির্ভর গোষ্ঠীর প্রতিনিধি তিনি। সেই চন্দাদেবীর ভাষণে মুগ্ধ হয়ে নরেন্দ্র মোদী বলেন, 'আপনি খুব ভাল বক্‌তৃতা দেন। আপনি কি কখনও নির্বাচনে লড়েছেন?'

তাঁর কথা শুনে হেসে ফেলেন ওই মহিলা। তিনি বলেন, 'আমি ভোটে দাঁড়ানোর কথা কখনও ভাবিনি। তবে এগুলো আপনার কাছ থেকেই শিখেছি।' তিনি আরও বলেন, 'আমরা আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটাই সবচেয়ে গর্বের বিষয়।'

দুই কোটি নারীকে কোটিপতি বানানোর স্বপ্ন
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার স্বপ্ন এবং সংকল্প হল গ্রামের দুই কোটি মা-বোনকে কোটিপতি বানানো। তিনি চন্দাদেবীকে প্রশ্ন করেন, তিনি কি এই কাজে সাহায্য করবেন?

এদিন জনসংযোগ করার সময়ে স্বভাবসিদ্ধ ফুরফুরে মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী। গ্রাম, স্বনির্ভরতা নিয়ে যেমন আলোচনা করেন, তেমনই সামাজিক ইস্যু নিয়েও হালকা ছলে সচেতনতার প্রসারকরেন। তিনি বলেন, 'আজকাল সারা দেশে বিয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়াটা একটা রেওয়াজ হয়ে গিয়েছে। আবার গেলে খাবার পাবে কি পাবে না সেই ভয়ে অনেকেই আগে আগে নিজেদের প্লেটে বেশি বেশি করে খাবার নিয়ে নেয়। তারপর পুরো খাবার খেয়ে শেষ করতে পারে না। এমনটা করা বন্ধ করুন। এতে প্রচুর খাবার নষ্ট হচ্ছে।'

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন চন্দাদেবীকে তাঁর স্বনির্ভর গোষ্ঠীর বোনদের বিয়েতে কীভাবে খাবার পরিবেশন করতে হয়, সেই সম্পর্কে প্রশিক্ষণ দিতে অনুরোধ করেন। তিনি জানান, এতে একদিকে যেমন খাবারের অপচয় রোধ হবে, অন্যদিকে আয়ও বৃদ্ধি পাবে। 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement