Advertisement

Narendra Modi: একই প্রোডাক্ট বারবার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা লাগতে চলেছে: মোদী

'আমাদের তৃতীয় দফায় ভারত দুনিয়া তৃতীয় বড় অর্থনীতি হতে চলেছে। এটা মোদীর গ্যারান্টি।' লোকসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2024,
  • अपडेटेड 6:10 PM IST

ভালোবাসার দোকান খোলার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে জবাবি বক্তব্যে নাম না করে কংগ্রেসের সাংসদকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন,'একই প্রোডাক্ট বারবার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা লাগতে চলেছে।'

কর্নাটকের নির্বাচনে জয়ের পর রাহুল গান্ধী দাবি করেছিলেন, ঘৃণার দোকান বন্ধ হয়েছে। ভালোবাসার দোকান খুলেছে। ভারত জোড়া ন্যায় যাত্রায় তাঁর মুখে সেই কথা শোনা গিয়েছে। এ দিন নাম না করে রাহুলকে চাঁচাছোলা আক্রমণ করেন মোদী। তিনি বলেন,'আপনারা দেশকে নিরাশ করেছেন। একই প্রোডাক্ট বারবার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকান তালাবন্ধ চলেছে।'

২০২৪ সালে তিনিই ফিরতে চলেছেন বলে আত্মবিশ্বাসী মোদী। তাঁর কথায়,'কয়েক দশক ধরে বিরোধী বেঞ্চে বসার সংকল্প নিয়েছে বিরোধীরা। যেভাবে পরিশ্রম করছেন, ঈশ্বররূপী জনতা আপনাকে নিশ্চিতভাবে আশীর্বাদ দেবেন। আপনারা আরও উন্নতি করবেন। নির্বাচনে লড়াই করার আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছেন অনেকে। অনেকে আবার আসন বদল করার চেষ্টাও করছেন। অনেকে রাজ্যসভায় যেতে চাইছেন। পরিস্থিতি দেখে রাস্তা খুঁজছেন!'

এরপরই মোদীর ঘোষণা,'অবকি বার ৪০০ পার'। প্রধানমন্ত্রী জানিয়ে দেন,'এবার ৪০০-এর বেশি আসন নিয়ে আসতে চলেছে এনডিএ। আর বিজেপি একাই ৩৭০-এর বেশি আসন পাবে। লালকেল্লায় বলেছিলাম, রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সময়ও বলেছি, এক হাজার বছর পর্যন্ত সমৃদ্ধশালী ভারতের ভিত রেখে যাব।'

তাঁর সংযোজন,'প্রথম দফায় আমরা কংগ্রেসের রেখে যাওয়া গর্ত বুঝিয়েছি। দ্বিতীয় দফায় নতুন ভারতের ভিত তৈরি করেছি। তৃতীয় ভারতে উন্নত ভারত নির্মাণ করব।' 

পরিবারতন্ত্র নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। বিজেপির বিরুদ্ধেও ওঠে পরিবারতন্ত্রের অভিযোগ। অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তোলেন বিরোধী নেতানেত্রীরা। তার জবাবে পরিবারতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন মোদী। তাঁর কথায়,'একই পরিবারের একাধিক সদস্য নিজের ক্ষমতায় জনসমর্থন পেয়ে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। আমি তাঁদের কথা বলছি না। কিন্তু, কোনও রাজনৈতিক দল পরিবারের লোকেদেরই যদি প্রাধান্য দেয়, সেটাই পরিবারতন্ত্র। রাজনাথ সিং বা অমিত শাহের কোনও পরিবারিক দল নেই।'  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement