Advertisement

PM Narendra Modi : 'উৎসব আসছে, করোনা যায়নি, ভুলবেন না', ফের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

মনে রাখবেন, করোনা আমাদের মধ্যে থেকে এখনও যায়নি। আপনারা সুস্থ, ভাল থাকুন। করোনা সংক্রান্ত প্রোটোকল মানতে হবে। রবিবার 'মন কী বাত' (Mann Ki Baat) অনুষ্ঠান থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Jul 2021,
  • अपडेटेड 12:36 PM IST
  • উৎসব আসছে
  • তবে তখন মনে রাখবেন করোনা আমাদের মধ্যে থেকে এখনও যায়নি
  • রবিবার 'মন কী বাত' অনুষ্ঠান থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উৎসব আসছে। তার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তবে তখন মনে রাখবেন, করোনা আমাদের মধ্যে থেকে এখনও যায়নি। এটা অবশ্যই মনে রাখবেন। আপনারা সুস্থ, ভাল থাকুন। করোনা সংক্রান্ত প্রোটোকল মানতে হবে। রবিবার 'মন কী বাত' (Mann Ki Baat) অনুষ্ঠান থেকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

এদিন 'মন কী বাত' (Mann Ki Baat)-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, যাঁরা দেশের জন্য তিরঙ্গা ওঠান, তাঁদের সম্মানে ভাবাবেগ দেখানো স্বাভাবিক। ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Divas)। এটা বিশেষ। দেশের সেনাদের সাহস আর সংযম সারা দুনিয়া দেখেছিল। কার্গিলের বীরদের প্রণাম। স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। আমরা সেই ঘটনার সাক্ষী থাকতে পারব।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, মইরাং আইএনএ-র পতাকা তুলেছিল। স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সরকার আর সামাজিক সংগঠন কাজ করছে। এই আয়োজনের মধ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রেকর চেষ্টা। একটি ওয়েবসাইট রাষ্ট্রগানডটইন তৈরি করা হচ্ছে। সেখানে গান রেকর্ড করতে পারবেন।

স্বাধীনতা দিবস পালন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আরও বলেন, স্বাধীনতা দিবস পালন কোনও সরকারের কর্মসূচি নয়, দলের কাজ নয়, কোটি কোটি মানুষের উৎসব। তাঁদের পথে চলা। স্বাধীনতার জন্য একযোগ হয়েছিলেন, আমরাও তেমনই করব। ছোট ছোট চেষ্টাও বড় ফল দেয়।

খাদি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, স্থানীয় উদ্যোগীদের সহযোগিতা করুন। ৭ আগস্ট ন্যাশনাল হ্যান্ডলুম ডে। লক্ষ লক্ষ মানষ, শিল্পী মহিলা যক্ত রয়েছেন। কিছু কিনুন, সবাইকে জানান। মন কী বাত-এ খাদির কথা বলি। দেশের খাদির বিক্রি কয়েক গুণ বেড়েছে।

কেমন বেড়েছে তার উদাহরণ দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, কোনও দোকান থেকে একদিনে এক কোটির বেশি বিক্রি হতে পারে আগে কেউ ভাবত। তবে এখন তা হয়েছে। খাদি কেনা জনসেবা, দেশসেবা। গ্রামীণ এলাকায় তৈরি হ্যান্ডলুম কিনুন। মাই হ্যান্ডলুম, মাই প্রাইড। 

Advertisement

তিনি আরও বলেন, দেশ আমাদের সবার বড় জিনিস। তরুণদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। পরামর্শদাতাদের মধ্যে ৭৫ শতাংশ ৩৫ বছরের কম। তরুণদের পরামর্শ দিশা দেখাচ্ছে। ইতিবাচক কথা বলি। আলোচনা করি। এই সক্রিয়তা আনন্দিত করে আমাকে। যুবদের মনের কথাও জানতে পারি। এই পরমর্শ কাজে দেয়।

জল সংরক্ষণ। জল বাঁচানো আমাদের শেখা। আমি ছোটবেলায় যেখানে থাকতাম, সমস্য়া ছিল। এক এক ফোঁটা বাঁচান। সবাই যাতে গর্ব করেন। প্রকৃতি রক্ষা আমাদের দৈনিক জীবনে রয়েছে। বৃষ্টি আমাদের দর্শন, জীবনে ছাপ ফেলেছে। বর্ষার জল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement