Advertisement

মহুয়া-বিতর্কেই মাঝেই মোদীর মুখে মা কালীর কথা, কী বললেন?

স্বামী আত্মস্থানন্দর জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মধ্যে মা কালীর যে অনুভূতি, আধ্যাত্মিক দর্শণ দেখা গিয়েছিল, সেটাই তাঁর মধ্যে আসাধারণ শক্তি-সামর্থ্যের সঞ্চার করেছিল। বিবেকানন্দের মতো এত বড় ব্যক্তিত্ব, কিন্তু জগন্মাতা মা কালীর প্রতি ভক্তিতে ছোট শিশুর মতো বিহ্বল হয়ে যেতেন। শক্তি সাধানার এমনই সামর্থ্য সবসময় পুজনীয় স্বামী আত্মস্থানন্দের মধ্যেও দেখতাম। আমার মতে আছে, যখনই বেলুড়মঠে যেতে হত, গঙ্গার তীরে বসে, দূরে মা কালীর মন্দির দেখে স্বাভাবিকভাবেই একটি আকর্ষণ তৈরি হত। যখন আস্থা এতটা পবিত্র, তখন শক্তি নিজেই পথ দেখায়। তাই মা কালীর সেই আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে।" 

নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Jul 2022,
  • अपडेटेड 1:37 PM IST
  • মহুয়া মৈত্রের কালী-মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে
  • এরই মাঝে মা কালীর প্রসঙ্গ প্রধানমন্ত্রীর মুখে
  • ট্যুইট অমিত মালব্যরও

মা কালীর প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য নিয়ে যখন বাংলা তথা দেশের বিভিন্ন অংশে শোরগোল পড়ে গেছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখে উঠে এলে স্বামী বিবেকানন্দের কালী ভক্তির কথা। স্বামী আত্মস্থানন্দর জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মধ্যে মা কালীর যে অনুভূতি, আধ্যাত্মিক দর্শণ দেখা গিয়েছিল, সেটাই তাঁর মধ্যে আসাধারণ শক্তি-সামর্থ্যের সঞ্চার করেছিল। বিবেকানন্দের মতো এত বড় ব্যক্তিত্ব, কিন্তু জগন্মাতা মা কালীর প্রতি ভক্তিতে ছোট শিশুর মতো বিহ্বল হয়ে যেতেন। শক্তি সাধানার এমনই সামর্থ্য সবসময় পুজনীয় স্বামী আত্মস্থানন্দের মধ্যেও দেখতাম। আমার মতে আছে, যখনই বেলুড়মঠে যেতে হত, গঙ্গার তীরে বসে, দূরে মা কালীর মন্দির দেখে স্বাভাবিকভাবেই একটি আকর্ষণ তৈরি হত। যখন আস্থা এতটা পবিত্র, তখন শক্তি নিজেই পথ দেখায়। তাই মা কালীর সেই আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে।" 

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে ট্যুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্যও (Amit Malviya)। এক ট্যুইটে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী শুধু বাংলার নয় গোটা দেশের হয়ে মা কালীর বিষয়ে শ্রদ্ধার সঙ্গে কথা বলছেন। অন্যদিকে এক তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁকে রক্ষা করছেন।" 

প্রসঙ্গত, India Today Conclave East 2022-এর মঞ্চে উপস্থিত হয়ে মা কালীকে নিয়ে মন্তব্য করেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর সেই মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় বিভিন্নমহলে। মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি। এমনকি বিভিন্ন জায়গায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। তাঁর গ্রেফতারিরও দাবি জানান অভিযোগকারীরা।

আরও পড়ুনবিয়ের আগেই টাক পড়বে! এই ৫ খাবারে দেদার চুল ওঠে 

Advertisement

আরও পড়ুনহঠাত্‍ অনিয়মিত পিরিয়ডস, করোনার জের? বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন...

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement