লোকসভার পর রাজ্যসভার ভাষণেও কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় বক্তৃতায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তুলে ধরলেন সংবিধানের গুরুত্বের কথা।
কয়েক দিন আগেই সংবিধানের কপি হাতে নিয়ে দেখা গিয়েছে রাহুল-সহ বিরোধী সাংসদদের একাংশকে। এই প্রসঙ্গে রাজ্যসভায় বক্তৃতার শুরুতে মোদী বলেন, 'সংবিধানের পুস্তিকা হাতে নিয়ে লাফালাফি করছে বিরোধীরা। আমি যখন ২৬ নভেম্বর সংবিধান দিবস চালু করার কথা বলেছিলাম, তখন এই বিরোধীরাই আপত্তি তুলেছিলেন। বলেছিলেন যে, ২৬ জানুয়ারি তো আছে। আবার সংবিধান দিবসের দরকার কী!'
সংবিধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, 'সংবিধান আমাদের কাছে কোনও অনুচ্ছেদের সমষ্টি নয়। সংবিধানের প্রতিটি শব্দ আমাদের কাছে মূল্যবান। নীতি নির্ধারণে যে কোনও সরকারের পথনির্দেশিকা এটি। যে কোনও পরিস্থিতিতে সংবিধান আমাদের দিকনির্গেশ করে।'
মঙ্গলবার লোকসভায় ভাষণেও রাহুলকে আক্রমণ করেছিলেন মোদী। বলেছিলেন, 'এটা একটা গুরুতর বিষয় যে আজ হিন্দুদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার ষড়যন্ত্র চলছে, একটা গুরুতর ষড়যন্ত্র হচ্ছে। বলা হচ্ছে হিন্দুরা হিংসাপরায়ণ। এই আপনার মূল্যবোধ, আপনার চরিত্র, আপনার চিন্তাভাবনা, আপনার ঘৃণা? দেশের হিন্দুদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড! এ দেশ শতাব্দীর পর শতাব্দী ভুলবে না। হিন্দুদের যে শক্তি আছে তার ধ্বংসের কথা কিছুদিন আগেও কল্পনা করা হয়েছিল।'বাংলার শক্তি উপাসনার মাটিকে টেনে মঙ্গলবার মোদী বলেন, 'এ দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষমতার পূজারী। আমাদের বাংলা মা
দুর্গার পুজো করে শক্তির উপাসনা করে, এই বাংলা কালীর উপাসনা করে, সমর্পিতভাবে করে। আপনি সেই শক্তির বিনাশের কথা বলেন? এমন লোক যাঁরা হিন্দু সন্ত্রাসবাদ শব্দ গেঁথে দেওয়ার চেষ্টা করেন।'
প্রসঙ্গত, সোমবার সংসদে রাহুলের ভাষণের সময় ভগবান শিব, গুরু নানক, মহম্মদের ছবি দেখান। অভিযোগ করেন, সব ধর্ম অহিংসার কথা বলেছে। হিন্দুত্ব মানে হিংসা ছড়ানো, ভয় দেখানো নয়। বিজেপি দেশজুড়ে হিংসা, ভয় ছড়াচ্ছে। প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে বলেন, 'বিরোধীরা ছাড়ুন, উনি তো বিজেপি-র লোকদেরও ভয় দেখান।' রাহুল একথা বলতেই উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী। রাহুলের কথার প্রতিবাদ করে বলেন, 'বিরোধী দলনেতা যেভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে
হিংস্র বললেন, এটা খুবই গুরুতর অভিযোগ।' মোদীকে পাল্টা রাহুল বলেন, 'বিজেপি-আরএসএস গোটা হিন্দু সম্প্রদায় নয়।'