Advertisement

Man Ki Baat: 'মন কি বাত' আপাতত বন্ধ করে দেবেন প্রধানমন্ত্রী মোদী, কারণ জানালেন নিজেই

তিন মাস সম্প্রচারিত হবে না 'মন কি বাত'। রবিবার নিজেই সেকথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন? আসন্ন লোকসভা নির্বাচনের কারণেই আর এই রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Feb 2024,
  • अपडेटेड 1:57 PM IST
  • তিন মাস সম্প্রচারিত হবে না 'মন কি বাত'। রবিবার নিজেই সেকথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • কেন? আসন্ন লোকসভা নির্বাচনের কারণেই আর এই রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।
  • নির্বাচন বিধি মেনেই এই সিদ্ধান্ত। রবিবার মন কি বাতের ১১০ তম পর্ব ছিল। আর তাতেই প্রধানমন্ত্রী এমনটা জানান।

তিন মাস সম্প্রচারিত হবে না 'মন কি বাত'। রবিবার নিজেই সেকথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন? আসন্ন লোকসভা নির্বাচনের কারণেই আর এই রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। নির্বাচন বিধি মেনেই এই সিদ্ধান্ত। রবিবার মন কি বাতের ১১০ তম পর্ব ছিল। আর তাতেই প্রধানমন্ত্রী এমনটা জানান। প্রধানমন্ত্রী জানান, 'দেশে লোকসভা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। গতবারের মতোই মার্চ মাসে নির্বাচনী আচরণবিধি জারি হতে পারে।' তিনি আরও বলেন, 'এটি আমাদের সাফল্য যে, গত ১১০ পর্বে আমরা মন কি বাতকে সরকারের প্রভাব থেকে দূরে রেখেছি। বরং জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের তৈরি একটি কর্মসূচি এটি। তবে তা সত্ত্বেও, রাজনৈতিক নিয়ম অনুসারে, আগামী ৩ মাস মন কি বাতের সম্প্রচার করা হবে না।

তবে নির্বাচনের পর ফের মন কি বাত হবে বলেও এদিন জানিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এরপর ফের যখন আপনাদের সঙ্গে মন কি বাত-এ কথা হবে, তখন সেটা হবে ১১১ তম পর্ব। পরের বার 'মন কি বাত' শুভ সংখ্যা ১১১ দিয়ে শুরু হবে, কী দারুণ ব্যাপার না?'

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩জনের সঙ্গে ফোনে কথা বলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানেন। প্রাকৃতিক চাষের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাসায়নিকের ক্ষয়ক্ষতির থেকে আমাদের মাতৃভূমিকে বাঁচাতে মাতৃ প্রতিষ্ঠানের একটি বড় অবদান রয়েছে। দেশের প্রতিটি কোণে নারীদের এখন প্রাকৃতিক চাষের দিকে জোর বাড়ানো উচিত।' 

এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল সংরক্ষণের কথাও উল্লেখ করেন। তিনি জানান, কীভাবে বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে জল সংরক্ষণ করা যায়। বন্যপ্রাণী সংরক্ষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণে প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে। সরকারের প্রচেষ্টায় গত কয়েক বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। মহারাষ্ট্রের চন্দ্রপুরের টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বেড়ে ২৫০-এর বেশি হয়েছে। চন্দ্রপুর জেলায় মানুষ ও বাঘের মধ্যে সংঘর্ষ কমাতে AI-এর সাহায্য নেওয়া হচ্ছে।'

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement