Advertisement

Prashant Kishor: ধোপে টিকল না পিকে ম্যাজিক, উপনির্বাচনে ভরাডুবি ভোটকুশলীর দলের

উপনির্বাচনে বড় ধাক্কা খেল প্রশান্ত কিশোরের দল জন সুরজ। বিহারে উপনির্বাচনে ৪টি কেন্দ্রেই হেরে গিয়েছে ভোটকুশলীর দল। উপনির্বাচনের আগে আগেই নিজের দল ঘোষণা করেছিলেন পিকে। ৪ কেন্দ্রে ভোটে প্রার্থী দিয়েছিলেন তিনি। ৪ কেন্দ্রেই বিপুল ব্যবধানে হেরে গেলেন প্রশান্তের দলের প্রার্থীরা। 

প্রশান্ত কিশোর।
Aajtak Bangla
  • পটনা,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 5:23 PM IST
  • উপনির্বাচনে বড় ধাক্কা খেল প্রশান্ত কিশোরের দল জন সুরজ।
  • বিহারে উপনির্বাচনে ৪টি কেন্দ্রেই হেরে গিয়েছে ভোটকুশলীর দল।
  • বিপুল ব্যবধানে হেরে গেলেন প্রশান্তের দলের প্রার্থীরা। 

উপনির্বাচনে বড় ধাক্কা খেল প্রশান্ত কিশোরের দল জন সুরজ। বিহারে উপনির্বাচনে ৪টি কেন্দ্রেই হেরে গিয়েছে ভোটকুশলীর দল। উপনির্বাচনের আগে আগেই নিজের দল ঘোষণা করেছিলেন পিকে। ৪ কেন্দ্রে ভোটে প্রার্থী দিয়েছিলেন তিনি। ৪ কেন্দ্রেই বিপুল ব্যবধানে হেরে গেলেন প্রশান্তের দলের প্রার্থীরা। 

ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় এবং তারারি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। ইমামগঞ্জে জন সুরজ পার্টির প্রার্থী হয়েছিলেন জীতেন্দ্র পাসওয়ান, বেলাগঞ্জে প্রার্থী হয়েছিলেন মহম্মদ আমজাদ, রামগড়ের প্রার্থী হয়েছিলেন সুশীল কুমার সিং এবং তারারি কেন্দ্র থেকে লড়েন কিরণ সিং। 

গত ২ অক্টোবর নিজের দলের সূচনা করেছিলেন পিকে। তিনি বলেছিলেন যে, ২০২৫ সালে বিহার নির্বাচনে ২৪৩টি আসনেই প্রার্থী দেবেন প্রশান্ত। বিহারে ৪ কেন্দ্রে উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল প্রশান্তের দল। 

চার প্রার্থীই বড় ব্যবধানে হেরে গিয়েছেন। রামগড় ও তারারি কেন্দ্রে জিতেছে বিজেপি। বেলাগঞ্জে জিতেছে হিন্দুস্থানি আওয়াম মোর্চা এবং ইমামগঞ্জে জিতেছে জেডিইউ।

গত ১০ বছরে ভোটকুশলী হিসাবে কাজ করেছেন প্রশান্ত। বাংলায় তৃণমূলের হয়েও কাজ করেছেন তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের নেপথ্যে পিকের ভূমিকা রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। ভোটকুশলী হিসাবে কাজ করার পর নিজের দল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। বিহারে বেশ কিছু কর্মসূচি করেছেন তিনি। তার পরেই উপনির্বাচনের মুখে গত ২ অক্টোবর নিজের দলের সূচনা করেন পিকে। দল তৈরির পর প্রথম নির্বাচনেই ধরাশায়ী হতে হল তাঁকে। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement