রাজস্থানে পুরোহিতকে পুড়িয়ে হত্যা মামলায় ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিত। মৃত্যুর পরে ২ দিন কেটে গেলেও, এখনও সৎকার হয়নি দেহ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শেষকৃত্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে মৃতের পরিবার। অন্যদিকে, মৃতদেহ শেষকৃত্য করার জন্য পুলিশের তরফে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
কী হয়েছিল সেদিন ?
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। মন্দির সংলগ্ন একটি জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসায় জড়ান মন্দিরের পুরোহিত বাবুলাল বৈষ্ণব। অভিযোগ, বচসার সময়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার পরে উত্তাল হয়েছে গোটা এলাকা।
দু'দিন কেটে গেলেও এখন মৃতদেহ সৎকার করতে রাজি হননি পরিবারের লোকেরা। সংবাদসংস্থায় তাঁরা জানিয়েছেন, তাঁদের মোট ৪টি দাবি রয়েছে। সেই দাবি পূরণ না হলে তাঁরা সেই মৃতদেহ সৎকার করবেন না। ক্ষতিপূরণ হিসাবে ৫০ লাখ টাকা দিতে হবে, সঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরি, সমস্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং থানার কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন তাঁরা।
উদ্বেগ রাজ্যপালের, তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তাঁরা মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। গোট ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে কথা বলেছেন। রাজ্যপালের সচিবলায়ের থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী গেহলট।
অন্যদিকে পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ব্রাক্ষণ সংগঠন, বজরং দল ও বিজেপি। তারাও দোষীদের উপযুক্ত শাস্তি সহ ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন।