Advertisement

২১শে গুজরাতে পুর নির্বাচন, টিকিটের লড়ইতে প্রধানমন্ত্রীর ভাইঝি

আগামী ২১ ফেব্রুয়ারি হতে চলেছে গুজরাটের পুর নির্বাচন (Municipal Election)। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। অন্যদিকে দিকে আবার চলছে টিকিটের লড়াই। টিকিটের জন্য বিজেপির কাছে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাইঝি সোনল মোদীও। প্রধানমন্ত্রীর বড় ভাই প্রহ্লাদ মোদীর মেয়ে সোনল আহমেদাবাদের বোডকদেব ওয়ার্ড থেকে টিকিটের দাবি জানিয়েছেন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • গুজরাত,
  • 03 Feb 2021,
  • अपडेटेड 9:24 AM IST
  • দোরগোড়ায় গুজরাতের পুর নির্বাচন
  • টিকিটের দাবিদার নরেন্দ্র মোদীর ভাইঝি
  • বোডকদেব ওয়ার্ড থেকে টিকিটের দাবিদার সোনল মোদী

আগামী ২১ ফেব্রুয়ারি হতে চলেছে গুজরাটের পুর নির্বাচন (Municipal Election)। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। অন্যদিকে দিকে আবার চলছে টিকিটের লড়াই। টিকিটের জন্য বিজেপির কাছে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাইঝি সোনল মোদীও। প্রধানমন্ত্রীর বড় ভাই প্রহ্লাদ মোদীর মেয়ে সোনল আহমেদাবাদের বোডকদেব ওয়ার্ড থেকে টিকিটের দাবি জানিয়েছেন। 

আহমেদাবাদ নগরনিগম নির্বাচনে বোডকদেব ওয়ার্ডটি অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি অর্থাৎ ওবিসিদের জন্য সংরক্ষিত। এই প্রসঙ্গে সোনল জানিয়েছেন, পারিবারিক ও সামাজিক দায়িত্বের কারণে এতদিন সমাজসেবার সময় পাননি। এখন পারিবারিক দায়িত্ব কিছুটা কমায় মানুষের মধ্য থেকে তাঁদের সেবা করতে চান। এই ওয়ার্ড থেকে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করে তিনি আরও বলেন, তাঁর পরিবার বহু বছর ধরেই বিজেপিতে সক্রিয়। তিনি নিজেও বিজেপির সক্রিয় সদস্য। একইসঙ্গে সোনল আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর পরিবারের সদস্য হিসেবে নয়, বিজেপির একজন সক্রিয় সদস্য হিসেবেই টিকিটের দাবি জানিয়েছেন তিনি। তবে টিকিট নিয়ে দলের যা সিদ্ধান্ত তা তাঁকেও মানতে হবে বলেই জানান সোনল। 

এই বিষয়ে প্রহ্লাদ মোদী বলেন, যোগ্যতা থাকলে তবেই তাঁর মেয়ের টিকিট পাওয়া উচিত, শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভাইয়ের মেয়ে বলে টিকিট পাওয়া উচিত নয়। তিনি আরও বলেন, তাঁর মেয়ে গণতান্ত্রিক দেশের বাসিন্দা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। প্রসঙ্গত আগামী ২১ ফেব্রুয়ারি হতে চলেছে পুর নির্বাচন। ওই দিন ৬টি নগর নিগমে হবে ভোটগ্রহণ। এরপর ২৮ ফেব্রুয়ারি পুরসভা, জেলা পঞ্চায়েত এবং তালুকা পঞ্চায়েতের নির্বাচন হবে। প্রথম পর্যায়ের নির্বাচনের ফল ২৩ তারিখ এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ফল ২ মার্চ প্রকাশিত হবে।  


 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement