উত্তরাখন্ডের (Uttarakhand) নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন পুষ্কর সিং ধামি। শনিবার দেরাদুনের বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। তিরথ সিং রাওয়াতের ইস্তফার পর এই পদের দৌড়ে উঠে আসে অনেকগুলি নাম। তবে শেষ পর্যন্ত পুষ্কর সিং-এর নামই চূড়ান্ত হয়। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ধামি। প্রথমে শোনা যাচ্ছিল শনিবারই শপথ নিতে পারেন পুষ্কর সিং ধামি। তবে সূত্রের খবর, শনিবার শপথ নিতে চাননি তিনি। আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুষ্কর বিজেপির যুবমোর্চার সভাপতিও ছিলেন। ১৯৭৫ সালের ১৬ সেপ্টেম্বর পিথোরাগড়ে জন্ম ধামির।
শনিবার দুপুর ৩টে নাগাদ বিজেপি বিধায়কদের বৈঠক ডাকা হয়। দিল্লি থেকে নরেন্দ্র সিং তোমরকে দেরাদুন পাঠিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্ব তিরথ সিং রাওয়াতকে দিল্লি তলব করার পরেই রাজ্যে শুরু হয় রাজনৈতিক সঙ্কট। তবে ধামির (Pushkar Singh Dhami) নাম ঘোষণা হতেই বিগত কিছুদিন ধরে চলা এই রাজনৈতিক সঙ্কট আপাতত শেষ হয়েছে।
দিল্লিতে তিরথ সিং রাওয়াত বিজেপির সর্বভারতীয় সপভাতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরেই শুক্রবার বেশিরাতে উত্তরাখন্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্যের সঙ্গে দেখা করে নিজের ইস্তফা দেন তিরথ সিং রাওয়াত। প্রসঙ্গত গত ১০ মার্চ মুখ্যমন্ত্রীর আসনে বসেন কিরথ সিং রাওয়াত। তারফলে ১০ সেপ্টেম্বরের মধ্যে বিধায়ক হতে হত তাঁকে। কিন্তু করোনা জেরে যেহেতু এখনও উপনির্বাচন ঘোষণা হয়নি তাই মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিজেপি। তারপরেই তিরথ সিং রাওয়াতের (Tirath Singh Rawat) পরিবর্তে পুষ্কর সিং ধামিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।