Advertisement

India Alliance: কাকভোরে সনিয়ার বাড়িতে রাহুল-অভিষেক মিটিং, কী সমীকরণ?

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগেই বুধবার কাকভোরে ১০ জনপথে (সনিয়া গান্ধীর বাসভবন) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কংগ্রেস এবং তৃণমূল— উভয় শিবির সূত্রেই দাবি, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 31 Aug 2023,
  • अपडेटेड 1:10 PM IST
  • বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগেই বুধবার কাকভোরে ১০ জনপথে (সনিয়া গান্ধীর বাসভবন) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কংগ্রেস এবং তৃণমূল— উভয় শিবির সূত্রেই দাবি, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগেই বুধবার কাকভোরে ১০ জনপথে (সনিয়া গান্ধীর বাসভবন) রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কংগ্রেস এবং তৃণমূল— উভয় শিবির সূত্রেই দাবি, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রের খবর, আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। 

জানা গেছে, এই বৈঠকের জন্যই অভিষেক আলাদা করে দিল্লিতে চলে গিয়েছিলেন মুম্বই যাওয়ার আগে। সরাসরি মমতার সঙ্গে মুম্বই যাননি।  কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, ভোর সাড়ে ছ'টার সময়ে অভিষেক পৌঁছে যান রাহুলের সঙ্গে দেখা করতে। এক ঘণ্টা একান্তে কথা হয় দুই নেতার। তারপরেই রাহুল রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে। এর পরে রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক কোন খাতে গড়ায়, ঔৎসুক্য রয়েছে তা নিয়েও। তবে বিজেপির তরফে এখনও ওই বৈঠক নিয়ে কোনও বক্তব্য আসেনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে ভাবে সম্প্রতি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জাতীয় স্তরে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, তাতে এই বৈঠক হতেই পারত। কিন্তু সেইসঙ্গে প্রশ্ন উঠছে, রাজ্যের পঞ্চায়েত ভোটে আক্রান্ত কংগ্রেস কর্মীরা তৃণমূল বিরোধিতার প্রশ্নে আর আনুগত্য দেখাবে কী?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement