Advertisement

Rahul Gandhi-Speaker Om Birla: 'বিরোধীদের কণ্ঠরোধ করে...' স্পিকার বিড়লার প্রশংসায় মুখর মোদীকে খোঁচা রাহুলের

কত সুষ্ঠুভাবে সাংসদ চালানো হচ্ছে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন এটাই যে, ভারতের কন্ঠস্বরের কতটুকু এখানে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। বুধবার পুনর্নিবাচিত স্পিকার ওম বিড়লাকে অভিবাদন জানাতে গিয়ে এমনটাই বললেন বিরোধী নেতা রাহুল গান্ধী।

বুধবার লোকসভায় ওম বিড়লা ও রাহুল গান্ধী।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Jun 2024,
  • अपडेटेड 12:53 PM IST
  • প্রশ্ন এটাই যে, ভারতের কন্ঠস্বরের কতটুকু এখানে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে।
  • বুধবার পুনর্নিবাচিত স্পিকার ওম বিড়লাকে অভিবাদন জানাতে গিয়ে এমনটাই বললেন বিরোধী নেতা রাহুল গান্ধী।
  • বুধবার ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে পুনর্নিবাচিত হন NDA প্রার্থী ওম বিড়লা।

কত সুষ্ঠুভাবে সাংসদ চালানো হচ্ছে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন এটাই যে, ভারতের কন্ঠস্বরের কতটুকু এখানে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। বুধবার পুনর্নিবাচিত স্পিকার ওম বিড়লাকে অভিবাদন জানাতে গিয়ে এমনটাই বললেন বিরোধী নেতা রাহুল গান্ধী।

বুধবার ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে পুনর্নিবাচিত হন NDA প্রার্থী ওম বিড়লা। তাঁকে রীতিমাফিক হাত মিলিয়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিরেণ রিজিজু এবং রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর বক্তব্য রাখার পরেই বলতে শুরু করেন রাহুল।

রাহুল বলেন, 'সরকারের অবশ্যই রাজনৈতিক শক্তি আছে। কিন্তু বিরোধীরাও ভারতের মানুষের কন্ঠস্বরের প্রতিনিধিত্ব করে। আর এইবার আগেরবারের তুলনায় আরও বেশি করে দেশের মানুষের কন্ঠের প্রতিনিধিত্ব করছে বিরোধীরা।'

উল্লেখযোগ্য বিষয়টি হল, এদিন স্পিকার নির্বাচিত হওয়া পর বক্তব্য রাখার সময় বিড়লা-বন্দনায় মুখর হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুষ্ঠুভাবে সংসদ চালনার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন। তাঁর পরে বক্তব্য রাখতে উঠে সেটা কেন্দ্র করেই খোঁচা দেন রাহুল। তিনি বলেন, 'বিরোধীরা আপনার কাজের প্রক্রিয়ায় সাহায্য করতে ইচ্ছুক। আমরা চাই কক্ষের কাজকর্ম সুষ্ঠ চলুক। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সহযোগিতা বিশ্বাসের ভিত্তিতে হয়। বিরোধীদের কন্ঠ যাতে এই কক্ষে বলতে দেওয়া হয়, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি আত্মবিশ্বাসী, আপনি আমাদের বলার সুযোগ দেবেন, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে দেবেন।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement