Advertisement

"আবাস নয়, শ্বাস চাই", PM মোদীকে খোঁচা রাহুল গান্ধীর

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। রাজধানী দিল্লিতে এই প্রকল্পের কাজ জারি রয়েছে। তবে করোনাকালে তা আপাতত স্থগিত করার দাবি উঠছে। গত শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানিও হয়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই প্রকল্পকে আপাতত বন্ধ করা আবেদন জানানো হয়। 

রাহুল গান্ধী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 May 2021,
  • अपडेटेड 12:49 PM IST
  • দিল্লিতে চলছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ
  • ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক
  • মোদীকে ট্যুইটে কটাক্ষ রাহুলের

করোনার দ্বিতীয় ঢেউয়ের (Corona Second Wave) সঙ্গে লড়াই করছে দেশ। তীব্র থেকে তীব্রতর হচ্ছে অক্সিজেনের সঙ্কট। এর মাঝেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প (Central Vista Project) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ বেশকিছু বিরোধী নেতা এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। আর এবার সরাসরি রাহুল গান্ধীর ট্যুইট, "দেশের প্রধানমন্ত্রী আবাস নয়, শ্বাস চাই।" 

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। রাজধানী দিল্লিতে এই প্রকল্পের কাজ জারি রয়েছে। তবে করোনাকালে তা আপাতত স্থগিত করার দাবি উঠছে। গত শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানিও হয়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই প্রকল্পকে আপাতত বন্ধ করা আবেদন জানানো হয়। 

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প কী?
দিল্লির রাজপথে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তাকে সেন্ট্রাল ভিস্তা বলা হয়। এই অঞ্চলে ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক সহ প্রায় ৪৪টি ইমারত রয়েছে। এই গোটা অঞ্চলটিকে নিয়েই নয়া পরিকল্পনা করা হচ্ছে। তারই নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। এই প্রকল্পের খরচ প্রায় ৩০ হাজার কোটি টাকা। 

তৈরি হবে সংসদ ভবন
সেন্ট্রাল ভিস্তা প্রকল্প অনুযায়ী পুরনো গোলাকার সংসদ ভবনের সামনে প্রায় ১৩ একর জমির ওপরে নয় ত্রিকোণা সংসদ ভবন তৈরি হবে। সেই জমিতে বর্তমানে পার্ক, অস্থায়ী নির্মাণ এবং পার্কিং রয়েছে। নয়া সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার জন্য একটা করে ইমারত হবে, তবে সেন্ট্রাল হল থাকবে না। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement