মোদীর রোড শো-র কিছু পরেই কংগ্রেস নেতা রাহুলকে এক জন ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে ওই ডেলিভারি বয়ের বাইকে সওয়ার হয়েই হোটেলে ফেরেন প্রাক্তন এই কংগ্রেস সাংসদ। রবিবার কর্নাটকের বেলগাভিতে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রথমে বিজেপির তরফে ঠিক করা হয়েছিল, ভোটের আগে শেষ রবিবার টানা ৮ ঘণ্টা রোড শো করবেন মোদী।
কিন্তু নিট পরীক্ষার সময় যানজট হওয়ার আশঙ্কায় রোড শো-কে দু’টি ভাগে ভাগ করে নেওয়া হয়। শনিবার ৩ ঘণ্টা ধরে প্রায় ২৬ কিলোমিটার পথে রোড শো করেছিলেন মোদী। রবিবার রোড শো করলেন বেঙ্গালুরুরই দক্ষিণ প্রান্তে ১০ কিলোমিটার পথে। বেঙ্গালুরুর কুর্সিতে বিজেপি, কংগ্রেস না জেডি(এস)-এর প্রতিদ্বন্দ্বী বসবেন, তা নির্ধারিত হবে আগামী বুধবার।
প্রাক্তন ওয়েনাড সাংসদ বেঙ্গালুরুতে তাঁর হোটেলে পৌঁছানোর জন্য ডেলিভারি বয়ের স্কুটারে প্রায় ২ কিলোমিটার পথ চড়েছিলেন। বহুমুখী কর্ণাটক নির্বাচনের আগে গান্ধীর শহরে জনসভা করার কথা রয়েছে। রাহুল গান্ধীর নিজের দলের পক্ষে প্রচারের অনন্য পদ্ধতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।
বিধানসভা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি, সমস্ত প্রতিদ্বন্দ্বী দল তাদের প্রচারের শেষ পর্যায়ে যাচ্ছে, ভোটারদের আকৃষ্ট করার জন্য বহু অভিনব প্রচার হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী মোদী রবিবার শহরে একটি মেগা রোডশো করেন। শনিবার প্রধানমন্ত্রী মোদী প্রায় ১৩টি নির্বাচনী এলাকা কভার করে শহরে প্রায় ২৬ কিলোমিটারের রোডশো করেন।কর্ণাটকে ১০ মে ভোট হবে এবং ১৩ মে ভোট গণনা করা হবে৷ কর্ণাটকে ১০ মে নির্বাচনের প্রচারণা রাজ্য জুড়ে একাধিক সমাবেশ রয়েছে।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে ডেলিভারি বয়দের সঙ্গে সময় কাটালেন রাহুল গান্ধী