Azaadi Ka Amrit Mahotsav: দেশে চলছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান। শুরু হয়েছে স্বাধীনতার অমৃত মহোৎসব (আজাদি কা অমৃত মহোৎসব বা Azaadi Ka Amrit Mahotsav)। আর এরই মাঝে তাল কাটল দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু (Jawaharlal Nehru)-র ছবি বাদ দেওয়া অভিযোগ নিয়ে। ভারতীয় ইতিহাস অনুসন্ধান পরিষদ (Indian Council of Historical Research) বা আইসিএইচআর (ICHR)-এর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
বিতর্ক শুরু হয়েছে
কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এ নিয়ে সমালোচনা করতে ছাড়েননি। ভারতীয় ইতিহাস অনুসন্ধান পরিষদ (আইসিএইচআর বা ICHR) জহরলাল নেহেরুর ছবি বাদ দেওয়ার পর তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রিয় পণ্ডিককে মানুষের মন থেকে কী করে বাদ দেওয়া যাবে!
ফেসবুকে ছবি
রাহুল গান্ধী (Rahul Gandhi) ফেসবুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু (Jawaharlal Nehru)-র বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আর তারপর সেখানে লিখেছেন, দেশের প্রিয় পণ্ডিককে মানুষের মন থেকে কেমন করে বাদ দেবেন?
বাকিরাও সমালোচনায় মুখর
কংগ্রেসের পাশাপাশি দেশের আরও কয়েকটি দল এ ব্য়াপারে সরব হয়েছে। স্বাধীনতার অমৃত মহোৎসব বা আজাদি কা অমৃত মহোৎসব থেকে নেহেরুর ছবি বাদ দেওয়া নিয়ে তারা প্রতিক্রিয়া দিয়েছে। কংগ্রেস ভারতীয় ইতিহাস অনুসন্ধান পরিষদ (আইসিএইচআর বা ICHR)-এর ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়েছে। সেখানকার ছবির স্ক্রিনশট নিয়ে নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে সে ছবি শেয়ার করেছে।
কী ছবি রয়েছে?
সেই ছবিতে দেখা যাচ্ছে, সেখানে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, ভগৎ সিং, মদনমোহন মালব্য আর বীর সাভারকার। তবে সেখানে নেহেরুর ছবি নেই।
পরিষদের বক্তব্য
তবে এই ঘটনা নিয়ে এখনও (আইসিএইচআর)-এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে শুরু হয়েছে এই অনুষ্ঠান। নেহেরু (Jawaharlal Nehru)-র ছবি না থাকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
গৌরব গগৈ
লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ জানান, কোনও দেশ স্বাধীনতা সংগ্রামে তাঁদের প্রথম প্রধানমন্ত্রীর ছবি সরাবে না। তবে এখানে এমন করা হয়েছে। যা খুবই অন্যায় এবং ছোট কাজ।
গৌরব গগৈ লিখেছেন, কোন এমন দেশ থাকবে যে স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ওয়েবসাইট থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে সরিয়ে দেবে। আইসিএইচআর জহরলাল নেহেরু এবং আবুল কালাম আজাদের ছবি সরিয়ে দেওয়া ছোট মানসিকতা এবং অন্য়ায়। ভারত ভুলবে না স্বাধীনতা সংগ্রামে আরএসএস দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল।
নিজেদের কলঙ্কিত করেছে
পণ্ডিত নেহেরু (Jawaharlal Nehru)-র ছবি সরিয়ে আইসিএইচআর নিজেদের কলঙ্কিত করেছে। এমনই প্রতিক্রিয়া কংগ্রেস নেতা শশী থারুরের। তিনি টুইট করেছেন।
সেখানে লিখেছেন, এটা কেবল নিন্দনীয় নয়। এটা অনৈতিহাসিক, মানে ইতিহাসবিরুদ্ধও। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে সরিয়ে দেশের স্বাধীনতার উৎসব পালন করা হচ্ছে। একবার ফের আইসিএইচআর (ICHR) নিজেদের নাম খারাপ করল। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে।