Advertisement

Rahul Gandhi: হিংসা বিধ্বস্ত মণিপুরে রাহুল, ঘরছাড়াদের সঙ্গে কথা, বিজেপির কটাক্ষ 'ট্র্যাজেডি ট্যুরিজম'

আজ, সোমবার মণিপুর সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী। মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি। সেখানকার ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর এই সফর ঘিরে মণিপুরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Jul 2024,
  • अपडेटेड 1:12 PM IST
  • আজ, সোমবার মণিপুর সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী।
  • মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি।

আজ, সোমবার মণিপুর সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী। মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবামে অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি। সেখানকার ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর এই সফর ঘিরে মণিপুরে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। 

গত বছরের মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। কুকি ও মেতেই-দুই জনগোষ্ঠীর বিবাদের জেরে গোটা রাজ্যেই হিংসার আগুন ছড়িয়েছিল। বছর পার হলেও, সেই অশান্তির আগুন নেভেনি। সম্প্রতিই মণিপুরের জিরিবামে এক ব্যক্তির মুণ্ড কাটা দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ফের অশান্তি শুরু হয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার আসামের কাছাড় জেলায় বন্যা-দুর্গত মানুষের সঙ্গেও দেখা করেন। মণিপুরে যাওয়ার আগে যেখানে তিনি জিরিবামের একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। এদিন রাহুল গান্ধী অসমের শিলচর বিমানবন্দরে পৌঁছলে  আসাম ও মণিপুরের কংগ্রেস নেতারা তাঁকে সংবর্ধনা দেন। রাহুল ফুলেরতালে যান এবং ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা-দুর্গতদের সঙ্গে কথা বলেন। 

এদিকে, সভাপতি ভূপেন বোরাহের নেতৃত্বে অসম কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাহুল গান্ধীর কাছে একটি স্মারকলিপি পেশ করেছে। তাঁকে সংসদের আসন্ন বাদল অধিবেশনে অসমের বন্যার বিষয়টি উত্থাপন করার আবেদন করা হয়েছে।
জানা গেছে, রাহুল গান্ধী মণিপুর সফরের পর ইম্ফল যাবেন। গত বছরের ৩ মে থেকে মণিপুর মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসার সাক্ষী হয়ে আসছে। এবং সংঘর্ষে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

এদিকে, রাহুল গান্ধীর মণিপুর ও আসাম সফর নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাশিয়া সফর এবং সেখানে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে মণিপুর সফর না করার বিষয়ে নিন্দা করেছেন।

Advertisement

বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য রমেশকে আক্রমণ করে কটাক্ষ করেছেন। এবং রাহুলের সফরকে "অসুস্থ ট্র্যাজেডি ট্যুরিজম" বলেছেন। তিনি অভিযোগ করেন যে, মণিপুরের হিংসা কংগ্রেসের উত্তরাধিকার।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement