Advertisement

Rahul Gandhi: রাহুল গান্ধীকে চপ্পল সেলাই 'শিখিয়েছিলেন', নতুন মেশিন পেলেন উত্তরপ্রদেশের সেই চর্মকার

গত ২৬ জুলাই একটি মামলায় হাজিরা দিতে সুলতানপুরের আদালতে গিয়েছিলেন রাহুল গান্ধী। ফেরার পথে তাঁর গাড়ি এক চর্মকারের দোকানের সামনে থামে। রাহুল সেখানে প্রায় আধঘণ্টা কাটান। চর্মকারের কাজ দেখে শেখেন এবং তাঁর সঙ্গে কথাও বলেন। ওই চর্মকার তাঁর আর্থিক সমস্যার কথা রাহুলকে জানান। রাহুল তাঁর সমস্যাগুলি মন দিয়ে শোনেন এবং তাঁর সঙ্গে জুতো সেলাই করেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2024,
  • अपडेटेड 12:13 PM IST
  • গত ২৬ জুলাই একটি মামলায় হাজিরা দিতে সুলতানপুরের আদালতে গিয়েছিলেন রাহুল গান্ধী।
  • ফেরার পথে তাঁর গাড়ি এক চর্মকারের দোকানের সামনে থামে।
  • রাহুল সেখানে প্রায় আধঘণ্টা কাটান।

গত ২৬ জুলাই একটি মামলায় হাজিরা দিতে সুলতানপুরের আদালতে গিয়েছিলেন রাহুল গান্ধী। ফেরার পথে তাঁর গাড়ি এক চর্মকারের দোকানের সামনে থামে। রাহুল সেখানে প্রায় আধঘণ্টা কাটান। চর্মকারের কাজ দেখে শেখেন এবং তাঁর সঙ্গে কথাও বলেন। ওই চর্মকার তাঁর আর্থিক সমস্যার কথা রাহুলকে জানান। রাহুল তাঁর সমস্যাগুলি মন দিয়ে শোনেন এবং তাঁর সঙ্গে জুতো সেলাই করেন।

রাহুল গান্ধী সেই চর্মকারের জন্য একটি নতুন সেলাই মেশিন পাঠিয়েছেন। পোস্টে লেখা হয়েছে, "জনগণের নেতা রাহুল গান্ধী সুলতানপুরে চর্মকারের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁর সঙ্গে কথা বলে তাঁর অভাবের কথা শুনেছিলেন। জুতো সেলাইয়ের একটি মেশিন ওই চর্মকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওঁর কাজের সুবিধা হবে এতে।"

রাহুলের এই মানবিক পদক্ষেপ সম্পর্কে জানতে পেরে সংবাদ সংস্থা এএনআইকে চর্মকার বলেন, "আমি গত ৪০ বছর ধরে এখানে জুতো সেলাইয়ের কাজ করছি। রাহুল গান্ধী এসে আমার এবং আমার পরিবারের সঙ্গে দেখা করেন। আমার কাজ নিয়ে ওঁর সঙ্গে কথা হয়েছে। উনি আমার সঙ্গেই একটি চপ্পল সেলাই করেছেন এবং একটি জুতো মেরামত করেছেন। আমি ওঁকে জানিয়েছি, আমার আর্থিক অবস্থা ভাল নয়। আমার সাহায্য প্রয়োজন। কী ভাবে জুতো সেলাই করতে হয়, তা-ও ওঁকে আমি দেখিয়ে দিয়েছি।" জানা গেছে, এই উপহার পেয়ে সেই চর্মকার অত্যন্ত খুশি। নতুন সেলাই মেশিনটি তাঁর কাজকে সহজ করবে এবং তাঁর আয়ের উৎস বাড়াবে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement