হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারানের জলওয়াড়া শহরে। দেহটি প্রথম দেখেন আত্মঘাতী যুবকের মা। পুলিশ জানাচ্ছে, আত্মহত্যার আগে যুবক যে হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়েছিলেন তাতে লেখা, 'আমি যাচ্ছি, আমার জাবীন আমার অপেক্ষা করছে'। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ চৌথমল নায়ক জানান, আত্মঘাতী যুবকের নাম ওমপ্রকাশ মেঘওয়াল। তিনি একটি দোনা চালাতেন। সোমবার রাতে চা খেয়ে নিজের ঘরে শুতে চলে যান তিনি। রাত ১২টা ৪ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে স্টেটাস দেন। এরপর বেশি রাতের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওমপ্রকাশ।
মঙ্গলবার সকালে যখন ওমপ্রকাশের মা তাঁকে ঘুম থেকে তুলতে যান তখন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল পরীক্ষা করার পাশাপাশি দেহটিও ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
নাহারগড় তানার আধিকারিক দলপত সিং জানান, মৃতের কাছে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীয়ের সঙ্গে দাম্পত্য বিবাদের জেরেই আত্মহত্যা করেছেন ওমপ্রকাশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।