Advertisement

Ranthambore National Park: রণথম্ভোরের জঙ্গলে ২৫টি বাঘ গায়েব, কীভাবে? আতঙ্কে বনদফতর, তদন্ত কমিটি গঠন

রাজস্থানের প্রসিদ্ধ রণথম্ভোর জাতীয় উদ্যানে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে—গত এক বছরে ২৫টি বাঘ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনায় বন দফতর গভীর উদ্বেগে পড়েছে। এতগুলি বাঘের কোনো হদিশ না মেলায় ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দু'মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায়।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Nov 2024,
  • अपडेटेड 4:32 PM IST
  • রাজস্থানের প্রসিদ্ধ রণথম্ভোর জাতীয় উদ্যানে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে—গত এক বছরে ২৫টি বাঘ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে।
  • এই ঘটনায় বন দফতর গভীর উদ্বেগে পড়েছে। এতগুলি বাঘের কোনো হদিশ না মেলায় ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজস্থানের প্রসিদ্ধ রণথম্ভোর জাতীয় উদ্যানে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে—গত এক বছরে ২৫টি বাঘ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনায় বন দফতর গভীর উদ্বেগে পড়েছে। এতগুলি বাঘের কোনো হদিশ না মেলায় ইতিমধ্যেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দু'মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায়।

নিখোঁজ বাঘের সংখ্যা নিয়ে উদ্বেগ

রণথম্ভোর জাতীয় উদ্যানে প্রায় ৭৫টি বাঘ বসবাস করে। এই বিশাল সংখ্যক বাঘের মধ্যে ২৫টির খোঁজ পাওয়া যাচ্ছে না, যা বন দফতরকে চরম বিব্রত করেছে। দীর্ঘদিন ধরে বাঘগুলি কীভাবে নিখোঁজ হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে বন দফতর বারবার ব্যর্থ হয়েছে।

তদন্ত কমিটির গঠন ও দায়িত্ব

ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায়ের নেতৃত্বে একটি তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে দুইজন উচ্চপদস্থ বন আধিকারিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, বাঘগুলি হয়তো উদ্যানে রয়ে গেছে, কিন্তু কোনোভাবে ক্যামেরায় ধরা পড়ছে না। যদিও এই তত্ত্বের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ থাকছে, তবে কমিটি বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করবে।

প্রাথমিক আশঙ্কা ও তদন্তের দিকনির্দেশনা

তদন্তকারী দল মনে করছে, দুটি সম্ভাবনা রয়েছে: প্রথমত, বাঘগুলি হয়তো উদ্যানের এমন কোনো অঞ্চলে অবস্থান করছে যেখানে ক্যামেরা নেই; দ্বিতীয়ত, কোনো কারণে বাঘগুলির মৃত্যু হলেও তা এতদিনে বোঝা যায়নি। যদিও বন দফতর এই তত্ত্বের সত্যতা নিয়ে নিশ্চিত নয়। উদ্যানের অধিকাংশ অঞ্চলে নজরদারি ক্যামেরা থাকায় বাঘের শিকার হওয়ার সম্ভাবনাও তারা নাকচ করেছে।

বাঘের নিখোঁজ রহস্যে নানা প্রশ্ন

বাঘের মতো প্রাণীর এইভাবে উধাও হয়ে যাওয়া বিস্ময়কর। রণথম্ভোরের মতো সুরক্ষিত উদ্যান থেকে এত সংখ্যক বাঘ হারিয়ে যাওয়ার ঘটনা অতীতেও কখনো ঘটেনি। বন দফতর এ বিষয়ে সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পরই মূল কারণ সামনে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement