Advertisement

Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ লোকসভায়, যা বললেন বিদেশমন্ত্রী

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংসদে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার লোকসভায় এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেছেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা উদ্বেগের। একইসঙ্গে বিদেশমন্ত্রী বলেছেন যে, ভারত আশা করছে, এ ব্যাপারে পদক্ষেপ করবে বাংলাদেশ। 

বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 2:24 PM IST
  • বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংসদে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • বিদেশমন্ত্রী বলেছেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা উদ্বেগের।
  • বিদেশমন্ত্রী বলেছেন যে, ভারত আশা করছে, এ ব্যাপারে পদক্ষেপ করবে বাংলাদেশ। 

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংসদে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার লোকসভায় এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেছেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা উদ্বেগের। একইসঙ্গে বিদেশমন্ত্রী বলেছেন যে, ভারত আশা করছে, এ ব্যাপারে পদক্ষেপ করবে বাংলাদেশ। 

এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, 'আমরা আমাদের উদ্বেগের কথা ওদের জানিয়েছি। সম্প্রতি ঢাকায় গিয়েছিলেন বিদেশসচিব। বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। আমাদের আশা যে, নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করবে বাংলাদেশ।' বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক উন্নয়নমূলক প্রকল্পের কথাও বলেছেন বিদেশমন্ত্রী। 


প্রসঙ্গত, সোমবার ভারত ও বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রী বাংলাদশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে উদ্বেগের কথা জানান। সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে যাতে নিরাপত্তা দেওয়া হয়, সে কথাও জানান বলে খবর। তার পরের দিনই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতারির খবর প্রকাশ করে ইউনূস সরকার।


বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা প্রথম থেকেই কার্যত অস্বীকার করে আসছিল ইউনূস সরকার। মঙ্গলবার উল্টো সুর শোনা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে, তা একপ্রকার মেনে নিয়েছে ইউনূসের সরকার। ওপার বাংলায় হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং হিংসার ঘটনায় মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার এক তথ্য প্রকাশ করে জানাল ইউনূস সরকার। ওই তথ্যে উল্লেখ করা হয়েছে যে, ৫ অগাস্ট থেকে ২২ অক্টোবরের মধ্যে সে দেশ হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় ওই ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় ৮৮টি মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement