Advertisement

সুস্থতার হার প্রায় ১০০ শতাংশ, তবু শীর্ষে কেরল, মহারাষ্ট্র

শনিবার শেষ ২৪ ঘন্টায় ভারতে ৩৮ হাজার ৬৬৭ জন নতুন কোভিড আক্রান্তের সংখ্যার হদিশ মিলেছে। বাংলাদেশে ৪৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে খবর মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেওয়া হিসেবে এই তথ্য মিলেছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Aug 2021,
  • अपडेटेड 11:10 AM IST
  • কেরলে আক্রান্ত সবচেয়ে বেশি
  • মহারাষ্ট্রে মৃত্যুর হার সবচেয়ে বেশি
  • সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে

করোনায় আক্রান্তের সংখ্যা কমছে

শনিবার শেষ ২৪ ঘন্টায় ভারতে ৩৮ হাজার ৬৬৭ জন নতুন কোভিড আক্রান্তের সংখ্যার হদিশ মিলেছে। বাংলাদেশে ৪৭৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে খবর মিলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেওয়া হিসেবে এই তথ্য মিলেছে।

২ হাজারের বেশি নতুন আক্রান্ত

গোটা দেশের ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৬৭৩ জন। শেষ ২৪ ঘন্টায় এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৪৬ জন।

কেরলে আক্রান্ত বেশি

দেশের সমস্ত রাজ্যের মধ্যে কেরল এখনও পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী সরবরাহ করে চলেছে। এই মুহূর্তে কেরল সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫২ জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র ৬ হাজার ৬৮৬ জন। প্রথম এবং দ্বিতীয়-এর মধ্যে পার্থক্যটা পরিষ্কার। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৯৩৩ জন। অন্ধ্রপ্রদেশ চতুর্থ স্থানে, ১ হাজার ৭৪৬ জন আক্রান্ত, যেখানে কর্ণাটক ১ হাজার ৬৬৯ সক্রিয় করোনা রোগী রয়েছে। এই পাঁচ রাজ্যের মোট করোনা রোগীর সংখ্যা গোটা দেশের ৮৪.০৩ শতাংশ। তার মধ্যে কেরলেই গোটা দেশের অর্ধেকের বেশি ৫২.৮৯ শতাংশ করোনা রোগী রয়েছে।

মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র

শনিবার ৪৭৮ জন কোভিড রিলেটেড কারণে মারা গিয়েছে বলে জানা গিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অবশ্য মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। ১৫৮ জন। তারপর কেরলে ১১৪ জন মৃত্যুর সংখ্যার খবর এসেছে। মোট ৩৫ হাজার ৬৪৩ জন রোগী শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৫ শতাংশ। যেখানে প্রত্যেক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৫ শতাংশের মধ্যেই রয়েছে।

টেস্ট ও টিকাকরণ চলছে

Advertisement

গোটা দেশে শেষ ২৪ ঘন্টায় ২২ লক্ষ ২৯ হাজার ৭৯৮ জন এর সোয়াব পরীক্ষা করা হয়েছে। ৬৩ লক্ষ ৮০ হাজার ৯৩৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে শেষ ২৪ ঘন্টায়। এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৫৩ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৯০০ তিনজনকে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement