Advertisement

Cancer Cases India: ভারতের পুরুষদের এই ক্যান্সার মাত্রাতিরিক্ত হারে বাড়ছে, উপায়? বিজ্ঞানীরা বলছেন...

ভারতে ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পুরুষদের মধ্যে ঠোঁট এবং মুখের ক্যান্সার সবচেয়ে বেশি। আর মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার সর্বাধিক। ICMR-ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরম্যাটিক্স অ্যান্ড রিসার্চের একটি সমীক্ষায় এই তথ্য় মিলেছে।

ভারতে ক্রমেই বাড়ছে এই ক্যান্সার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2024,
  • अपडेटेड 6:07 PM IST

ভারতে ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পুরুষদের মধ্যে ঠোঁট এবং মুখের ক্যান্সার সবচেয়ে বেশি। আর মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার সর্বাধিক। ICMR-ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরম্যাটিক্স অ্যান্ড রিসার্চের একটি সমীক্ষায় এই তথ্য় মিলেছে।

BRICS দেশগুলির মধ্যে তুলনা

সম্প্রতি BRICS দেশগুলির মধ্যে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) ক্যানসারের প্রকোপ, মৃত্যুহার এবং জীবনের ওপর প্রভাব (DALYs দ্বারা পরিমাপ করা হয়েছে) নিয়ে একটি তুলনামূলক সমীক্ষা প্রকাশিত হয়েছে। 'ইক্যানসার' জার্নালে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গিয়েছে, এই ৫টি দেশে ক্যানসারের প্রকোম ঠিক কতটা। এর ফলে কত মানুষ প্রাণ হারাচ্ছেন এবং মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাবও পর্যালোচনা করা হয়। রাশিয়ার নতুন ক্যানসার কেসের সংখ্যা সবচেয়ে বেশি। পুরুষদের মধ্যে প্রোস্টেট, ফুসফুস এবং কোলোরেক্টাল ক্যানসারের প্রকোপ সবচেয়ে বেশি।

(ছবি: গ্লোবোকান ২০২২)

ভারতে ছবিটা আলাদা। এখানে পুরুষদের মধ্যে ঠোঁট এবং মুখের ক্যান্সার সবচেয়ে বেশি। ভারতে তামাকের ব্যবহার যে এর একটা বড় কারণ, তা বলাই বাহুল্য। মহিলাদের  ক্ষেত্রে, বেশিরভাগ ব্রিকস দেশেই ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি।

তবে চিনে  মহিলাদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি দেখা যায়।

দক্ষিণ আফ্রিকায় পুরুষ ও মহিলা মিলিয়ে ক্যান্সারে মৃত্যুর হার সর্বোচ্চ। রাশিয়ায় পুরুষদের মধ্যে ক্যান্সার থেকে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। দক্ষিণ আফ্রিকায় মহিলাদের মধ্যে ক্যান্সার থেকে মৃত্যুর সংখ্যা বেশি।

ভারত ছাড়া সমস্ত ব্রিকস দেশেই ফুসফুসের ক্যান্সার থেকেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

ভারতে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী।

গবেষকদের মতে, আগামিদিনে দক্ষিণ আফ্রিকা এবং ভারতে নতুন-নতুন ক্যান্সার পেশেন্টের সংখ্যা বাড়তে পারে। ক্যান্সার থেকে মৃত্যুও সবচেয়ে বেশি বাড়তে পারে এই দুই স্থানে।

(ছবি: গ্লোবোকান ২০২২)

সমীক্ষা পত্রে লেখা হয়েছে, 'ব্রিকস দেশগুলিতে অর্থনৈতিক সমৃদ্ধি দ্রুত হারে বাড়তে পারে। সেই মতো তাদের ক্যান্সার নিয়ন্ত্রণ প্ল্যানও রয়েছে। তবে ক্যান্সারের কারণ, ক্যান্সারের চিকিৎসা নিয়ে আরও গবেষণায় জোর দেওয়া অপরিহার্য।'

Advertisement

ক্যান্সার এপিডেমিওলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, বিশ্বব্যাপী ক্যান্সারে মৃত্যুর ৪২%-ই এই ব্রিকস দেশগুলির বাসিন্দা। ক্যান্সার আক্রান্ত হওয়ায় দেশের সামগ্রিক আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও ক্রমেই প্রভাব বাড়ছে।

আমাদের বিশ্লেষণ ভারত ও দক্ষিণ আফ্রিকায় ২০২২ থেকে ২০৪৫ সালের মধ্যে ক্যান্সার কেস এবং মৃত্যু তীব্র হারে বাড়তে পারে। এমনিতেই ২০২০-র তুলনায় ২০২৫ সালে ক্যান্সার কেসের সংখ্যা ভয়নাক হারে বাড়তে চলেছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement