Advertisement

RRB NTPC Exam Special Train : আরআরবি এনটিপিসি-র পরীক্ষার জন্য শিয়ালদা, হাওড়া এবং ভাগলপুর থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

RRB NTPC Exam Special Train: রেলের পরীক্ষার্থীদের জন্য অবশেষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদা, হাওড়া এবং ভাগলপুর থেকে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে। এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

রেলের পরীক্ষার জন্য বিশেষ ট্রেন (প্রতীকী ছবি)রেলের পরীক্ষার জন্য বিশেষ ট্রেন (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2022,
  • अपडेटेड 11:17 AM IST
  • রেলের পরীক্ষার্থীদের জন্য অবশেষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল
  • শিয়ালদা, হাওড়া এবং ভাগলপুর থেকে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে
  • এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে

রেলের পরীক্ষার্থীদের জন্য অবশেষে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদা, হাওড়া এবং ভাগলপুর থেকে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে। এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিজের রাজ্যে পরীক্ষার কেন্দ্র, বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ। আরআরবি কলকাতা অফিসের বাইরে বিক্ষোভও দেখায়। রেলের কাছে চিঠি দিয়েছিলেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার জন্য শিয়ালদহ - গুয়াহাটি, ভাগলপুর - ডিব্রুগড় এবং হাওড়া - পাটনার মধ্যে বিশেষ ট্রেন চালান হবে।

কবে কোন ট্রেন, রুট কী?
শিয়ালদহ – গুয়াহাটি
03175 শিয়ালদহ – গুয়াহাটি পরীক্ষা স্পেশাল 08.05.2022 (রবিবার) 23:10 টায় শিয়ালদহ ছাড়বে। পরের দিন 20:45 টায় গুয়াহাটি পৌঁছবে। এবং 03176 গুয়াহাটি – শিয়ালদহ ট্রেনটি 10.05.2022 (মঙ্গলবার) 21:00টায় গুয়াহাটি ছেড়ে যাবে। পরের দিন 15:00 টায় শিয়ালদহ পৌঁছবে। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ এবং মালদা টাউনের ওপর দিয়ে দু'দিকেই থামবে।

আরও পড়ুন

ভাগলপুর – ডিব্রুগড়
• 03401 ভাগলপুর – ডিব্রুগড় পরীক্ষা স্পেশাল 07.05.2022 (শনিবার) ভাগলপুর থেকে 22:45টায় ছাড়বে। পরের দিন ডিব্রুগড় পৌঁছবে 04:00টেয়। এবং 03402 ডিব্রুগড় – ভাগলপুর 10.05.2022 (মঙ্গলবার) 19:25টায় ডিব্রুগড় থেকে ছাড়বে। পরের দিন ভাগলপুর পৌঁছবে 03:00টায়। ট্রেনটি সুলতানগঞ্জ এবং মংঘিরে পূর্ব রেলওয়ের এক্তিয়ারের ওপর দিয়ে দু'দিকেই থামবে।

হাওড়া – পাটনা 
• 03023 হাওড়া – পাটনা পরীক্ষা স্পেশাল হাওড়া ছাড়বে 08.05.2022 (রবিবার) 14:15টায়। পাটনা পৌঁছাতে 22:30 টায়। একই দিনে এবং 03024 পাটনা – হাওড়া পরীক্ষার বিশেষ 10.05.2022 (মঙ্গলবার) 22:00টায় পাটনা ছেড়ে যাবে। পরের দিন হাওড়া পৌঁছবে 09:05টায়। ট্রেনটি যাওয়া এবং আসার সময় বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি দু'দিকেই থামবে।

Advertisement

টিকিট কাটার উপায়
03175 শিয়ালদহ - গুয়াহাটি পরীক্ষা স্পেশাল 03401 ভাগলপুর - ডিব্রুগড় পরীক্ষা স্পেশাল বিশেষ এবং 03023 হাওড়া - পাটনা পরীক্ষা স্পেশাল ট্রেনগুলির জন্য টিকিট বুকিং 05.05.2022 থেকে PRS এবং ইন্টারনেটের মাধ্যমে করা হবে। 

এই তিনটি ট্রেনই সাধারণ মেইল/এক্সপ্রেস ভাড়া ছাড়াও বিশেষ চার্জে চলবে। কনসেশন বুকিং পাওয়া যাবে না। তৎকাল কোটা পাওয়া যাবে না। তিনটি ট্রেনেই নন-এসি রিসার্ভড এবং আনরিসার্ভড সিট থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement