Advertisement

Sunil Ambekar : 'ফ্যামিলি ম্যাটার...', জেপি নাড্ডার RSS নিয়ে মন্তব্য ইস্যুতে বললেন সংঘের নেতা সুনীল আম্বেকর

বুধবার জেপি নাড্ডার এই বক্তব্য নিয়ে ইন্ডিয়া টুডে কনক্লেভে আরএসএস নেতা সুনীল আম্বেকর বলেন, জেপি নাড্ডার সেই বক্তব্য  পারিবারিক বিষয়। সংগঠন এবং বিজেপির মধ্যে ফাটলের খবরও তিনি অস্বীকার করেন।

sunil ambekar
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 25 Sep 2024,
  • अपडेटेड 4:50 PM IST
  • সুনীল আম্বেকর বলেন, জেপি নাড্ডার সেই বক্তব্য  পারিবারিক বিষয়
  • সংগঠন এবং বিজেপির মধ্যে ফাটলের খবরও তিনি অস্বীকার করে

ইন্ডিয়া টুডে কনক্লেভ- ২০২৪ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কনক্লেভের প্রথম দিন অনুষ্ঠানে হাজির ছিলেন RSS-এর সর্বভারতীয় প্রধান প্রচারক সুনীল আম্বেকর। লোকসভা নির্বাচনের সময় বিজেপি সভাপতি জেপি নাড্ডার যে মন্তব্য করেছিলেন সেটা ফ্যামিলি ম্যাটার বলে বর্ণনা করলেন তিনি। 

ভোটের সময় জেপি নাড্ডা-কে সেদিন জিজ্ঞাসা করা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এখনকার মধ্যে আরএসএসের উপস্থিতিতে কী ধরনের পরিবর্তন হয়েছে? নাড্ডা বলেছিলেন, 'শুরুতে আমরা কম সক্ষম, ছোটো ছিলাম এবং আমাদের আরএসএস দরকার ছিল। আজ আমরা বড় হয়েছি। আমরা সক্ষম। বিজেপি নিজে চলতে পারে। এটাই পার্থক্য।'

বুধবার জেপি নাড্ডার এই বক্তব্য নিয়ে ইন্ডিয়া টুডে কনক্লেভে আরএসএস নেতা সুনীল আম্বেকর বলেন, জেপি নাড্ডার সেই বক্তব্য  পারিবারিক বিষয়। সংগঠন এবং বিজেপির মধ্যে ফাটলের খবরও তিনি অস্বীকার করেন। হাসিমুখে বলেন, 'আমরা পারিবারিক বিষয়গুলো পারিবারিক বিষয়ের মতোই সমাধান করি। আমরা পাবলিক ফোরামে এ ধরনের বিষয় নিয়ে আলোচনা করি না।'

আরএসএর-এর কর্মসূচিতে মেয়েদের অংশগ্রহণ এবং শীর্ষ নেতৃত্বে মেয়েদের কম উপস্থিতি নিয়ে সুনীল বলেন, 'সংঘের কাজ মূলত শাখার মাধ্যমে হয়ে থাকে। এই কারণেই আমরা ১৯২৫ সালে সংঘ গঠন করেছি। রাষ্ট্রীয় সেবিকা সমিতি ১৯৩৬ সালে তৈরি হয়। তাই যে শাখাই প্রতিষ্ঠিত হোক না কেন, কাজ করাটাই উদ্দেশ্য। জাতি গঠনের ক্ষেত্রে মেয়েদের মতো পুরুষদেরও সমান প্রাধান্য দেওয়া হয়।'

অনেকে এমন আছেন যারা আরএসএসকে সরকারের কাছে পৌঁছানোর সোপান বলে মনে করেন। তাদের ক্ষেত্রে কী হবে? তার উত্তরে সুনীল বলেন, 'সংঘ মাটে-ঘাটে কাজ করে। সংঘের প্রশিক্ষণ খুবই কঠিন। প্রতিদিন মাঠে যেতে হয়। এটা খুবই কঠিন কাজ। সমাজে ভালো কাজ করতে চান এমন অনেকেই আছেন। যারা সংঘে কাজ করে তারা ভালো কাজ করবে। কেউ কেউ আছেন অন্য কাজে ব্যস্ত। আমরা তা নিয়ে ভাবি না।' 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement