Advertisement

'সকালে ছেলের সঙ্গে কথা হয়েছিল, দুপুরেই এল মৃত্যু সংবাদ', জানালেন নবীনের বাবা

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মই মঙ্গলবারই নবীনের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং গভীর দুঃখপ্রকশ করেন। সরকার, নবীনের পরিবারের সঙ্গে রয়েছে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা একটা বড় ধাক্কা, ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিন। একইসঙ্গে নবীনের মৃতদেহ  ভারতে আনার সমস্ত চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে বিদেশমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

ইউক্রেনে নিহত ছাত্র
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Mar 2022,
  • अपडेटेड 10:30 PM IST
  • ইউক্রেনে মৃত ভারতীয় ছাত্র
  • মৃত ছাত্র কর্ণাটকের বাসিন্দা
  • শোকস্তব্ধ মৃতের পরিবার

ইউক্রেনে-রাশিয়ার যুদ্ধে মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্র নবীনের। তিনি কর্ণাটকের বাসিন্দা। নবীনের বাবা জানান, সকালেই তাঁর সঙ্গে ছেলের কথা হয়েছিল। প্রতিদিনই ২-৩ বার তাঁদের ফোনে কথা হত। তবে এদিন তাঁর মৃত্যুর খবর এল। 

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মই মঙ্গলবারই নবীনের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং গভীর দুঃখপ্রকশ করেন। সরকার, নবীনের পরিবারের সঙ্গে রয়েছে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা একটা বড় ধাক্কা, ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিন। একইসঙ্গে নবীনের মৃতদেহ  ভারতে আনার সমস্ত চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে বিদেশমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

খারকিভে মৃত্যু হয়েছে নবীনের
ইউক্রেনে জারি রয়েছে রাশিয়ার হামলা। বিদেশমন্ত্রকের মুখপত্র অরিন্দম বাগচী বলেন, আকাশ পথে যে হামলা হচ্ছে তাতেই এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। মন্ত্রক মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। মৃতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। 

সরকারকে নিশানা কংগ্রেসের
এদিকে এই ঘটনায় কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস। এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ট্যুইটে লেখেন, 'কর্ণাটকের যে ছাত্রের মৃত্যু হয়েছে তাঁর পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। এটা ট্র্যাজিডি। সরকারের কোনও পরিকল্পনা নেই। মোদী সরকার আমাদের ছাত্রদের ছেড়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ইউক্রেনে আটকে থাকা আমাদের ছাত্রদের নিন্দা ও অপমান করেছেন। শুধু ফটো অপরেশান হচ্ছে। সরকার কোনও কাজ করছে না।' 

আরও পড়ুন৫ দিনে ২ বার কনসিভ করলেন মহিলা, বিরল ঘটনায় অবাক চিকিৎসকরা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement