আবারও বিতর্কিত মন্তব্য সাধ্বী প্রাচির (Sadhvi Prachi)। এবার আইএমএ (IMA) এবং মাদার টেরেসাকে নিশানা করলেন সাধ্বী প্রাচি। আয়ুর্বেদ বনাম অ্যালোপ্যাথি বিবাদের মাঝে বাবা রামদেবের পক্ষ নিয়ে ময়দানে নামলেন তিনি। এক ভিডিও বার্তায় সাধ্বি প্রাচি বলেন, "১৯২৮ সালে আইএমএ একটি এনজিও প্রতিষ্ঠা করেছিল। ভারতে একজন জাদুকর ছিলেন, মাদার টেরেসা (Mother Teresa)। তিনি স্পর্শ করে মানুষকে সুস্থ করে দিতেন। কিন্তু তিনি নিজেই হাসপাতালে মারা যান।"
প্রাচি আরও বলেন, বাবা রামদেব কোটি কোটি মানুষকে সুস্থ করেছেন। তিনি বলেন, "আইএমএর লোকেরা কান খুলে শুনুন, ডুবে মরুন, লজ্জিত হোন। আয়ুর্বেদকে যাঁরা কালিমালিপ্ত করছেন তাঁরা কান খুলে শুনুন, স্বামী রামদেব দেশের জন্য অনেক বড় কাজ করছেন। কোটি কোটি মানুষকে সুস্থ করছেন।"
স্বাধ্বী প্রাচি দাবি করেন, দেশে ধর্মান্তকরণের খেলা চলছে। এই বিষয়ে সরকারে তদন্ত করা প্রয়োজন। শল্য চিতিৎসা আগে থেকেই আয়ুর্বেদে রয়েছে। তাঁর মতে, এটা হল কলসির জল ও ফ্রিজের জলের মতো। কলসির জলে কেউ অসুস্থ হন না। আয়ুর্বেদ ঠিক তেমনটাই। কিন্তু বিদেশি সংস্থার এজেন্ট ও খ্রিস্টান মিশনারির লোকজনেরা এর বিরোধিতা করছে।
প্রাচি আরও বলেন, বাবা রামদেব অনেক বড় কাজ করছেন, তিনি টিভির মাধ্যমে যে কাজ করছেন তাতে বহু মানুষ সুস্থ হয়েছেন। তাই রামদেবকে নিয়ে যাঁরা বাজে কথা বলবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর মতে, সরকারের উচিত আয়ুর্বেদ চিকিৎসকদের উৎসাহ দেওয়া এবং এনজিও বন্ধ করা।