জম্মু ও কাশ্মীরে আবারও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি। পুঞ্চে সন্দেহভাজন জঙ্গিরা এই গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে। তার পরই এলাকায় চিরুনি তল্লাশিতে নেমেছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, হামলায় কেউ হতাহত হয়নি। জানা গিয়েছে, জঙ্গল থেকে সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
কয়েক সপ্তাহ আগেই এই পুঞ্চেই সেনাবাহিনীর দুটি গাড়িতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় চার জওয়ান শহিদ হন। ২১ ডিসেম্বর, সশস্ত্র সন্ত্রাসবাদীদের একটি দল পুঞ্চ জেলার ধাতিয়ার মোড়ের কাছে সেনার দুটি গাড়িতে আক্রমণ করেছিল, যার ফলে চার জওয়ান শহিদ হন। দু'জন আহত হন।
পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ) ডিসেম্বরে পুঞ্চ জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল। সন্ত্রাসবাদীরা হামলার স্থান থেকে ছবিও প্রকাশ করেছিল, যেখানে অত্যাধুনিক মার্কিন তৈরি M4 কার্বাইন অ্যাসল্ট রাইফেলের ব্যবহার দেখানো হয়।
রিপোর্টার: সুনীল ভাট