Advertisement

Sikkim : মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব সিকিমে, ভয়াবহ বন্যা; Ground Report

সিকিমে আচমকা বন্যা এসেছে। ২০১৩ সালেও ঠিক একই ঘটনা ঘটে কেদারনাথে। সিকিমের উত্তরে অবস্থিত মাঙ্গান জেলা। চুংথাং হল মাঙ্গনের সবথেকে উঁচু এলাকা। দক্ষিণ লোনাক হ্রদটি চুংথাং হিমালয়ে অবস্থিত। এই হিমবাহী হ্রদের উপর মেঘ ফেটে যায়।

সিকিমে বন্যার কারণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2023,
  • अपडेटेड 2:59 PM IST
  • সিকিমে আচমকা বন্যা এসেছে
  • এবার তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই

সিকিমে আচমকা বন্যা এসেছে। ২০১৩ সালেও ঠিক একই ঘটনা ঘটে কেদারনাথে। সিকিমের উত্তরে অবস্থিত মাঙ্গান জেলা। চুংথাং হল মাঙ্গনের সবথেকে উঁচু এলাকা। দক্ষিণ লোনাক হ্রদটি চুংথাং হিমালয়ে অবস্থিত। এই হিমবাহী হ্রদের উপর মেঘ ফেটে যায়। তার জেরে প্রবল বেগে বৃষ্টি পডড়তে শুরু করে। আর সেই প্রবল স্রোত ও জলের চাপের কারণে লেকের দেওয়াল ভেঙে যায়।

মেঘের বিস্ফোরণের ফলে জল হু হু করে ঢুকতে শুরু করে নিচু এলাকায়।  এই হিমবাহটি ১৭ হাজার ১০০ ফুট উচ্চতায় অবস্থিত। যা প্রায় ২৬০ ফুট গভীর। ১.৯৮ কিলোমিটার দীর্ঘ এবং আধা কিলোমিটার চওড়া। সামগ্রিকভাবে যা ১.২৬ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই হ্রদ থেকে যখন জল নামতে শুরু করে তখন তার সঙ্গে নিচে নেমে আসে পাথর। যে তিস্তা নদীকে অন্য সময় সবজে দেখায়, সেটাই তখন হলদে হতে শুরু করে। এই প্রসঙ্গে উল্লেখ্য দক্ষিণ লোনাক হ্রদ সিকিমের হিমালয় অঞ্চলের ১৪টি হিমবাহী হ্রদের মধ্যে একট। যা ফেটে যেতে পারে আগে থেকেই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। 


এই হ্রদটি হিমবাহ লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF) এর জন্য অত্যন্ত সংবেদনশীল। এই লেকের আয়তন ক্রমাগত বাড়তে থাকে। কারণ বৈশ্বিক উষ্ণায়নের কারণে লোনাক হিমবাহ গলে যাচ্ছে। গলিত হিমবাহ থেকে বেরিয়ে আসা জল এই হ্রদে জমা হচ্ছিল। ৪ অক্টোবর, যখন এই হ্রদের উপরে মেঘ ফেটে যায়, তখন হ্রদের দেয়াল ভেঙে যায়। হ্রদ ফেটে যাওয়ায় উত্তর সিকিমে হ্রদ ফেটে যাওয়ায় তিস্তার জলস্তর বাড়তে শুরু করে। সেই কারণে গাজলদবা, দোমোহনী, মেখলিগঞ্জ, ঘিষসহ বাংলাদেশের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী ২৪ ঘণ্টার জন্য লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। 

উল্লেখ্য, চলতি বছরের মার্চে সংসদে একটি রিপোর্ট পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। সেখানে বলা হয়,হিমালয়ের হিমবাহগুলো বিভিন্ন হারে দ্রুত গলছে। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের নদী যে কোনও সময় প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনতে পারে বলেও স্বীকার করা হয়েছিল। তার মানে, হিমালয় থেকে কাশ্মীর থেকে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সমস্যা আসতে পারে।

Advertisement

 

সরকারের দেওয়া প্রতিবেদন নিয়ে সংসদের স্থায়ী কমিটি তদন্ত করছে। সেখানে দেখানো হয়,  কীভাবে দেশে হিমবাহের মোকাবিলা করা হচ্ছে। কিন্তু হঠাৎ বন্যা সৃষ্টিকারী হিমবাহী হ্রদের বিস্ফোরণের জন্য কি আদৌ প্রস্তুতি রয়েছে? বিশেষ করে হিমালয় অঞ্চলে। এই রিপোর্টটি ২৯ মার্চ ২০২৩ তারিখে লোকসভায় পেশ করা হয়। 

জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রক জানিয়েছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) হিমবাহ গলানোর বিষয়ে অধ্যয়ন করছে। হিমবাহগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ৯টি বড় হিমবাহ নিয়ে গবেষণা করা হচ্ছে। অন্যদিকে ৭৬টি হিমবাহের বৃদ্ধি বা হ্রাসও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন এলাকায় হিমবাহগুলো বিভিন্ন হারে গলে যাচ্ছে বা সঙ্কুচিত হচ্ছে। নদ-নদীর প্রবাহ কমবে এবং দুর্যোগ ঘটবে।সরকার স্বীকার করেছে যে হিমবাহ গলে যাওয়ায় নদীর প্রবাহে পার্থক্য হবে। অনেক ধরনের বিপর্যয়ও ঘটবে। যেমন Glacial Lake Outburst Flood (GLOF), Glacier Avalanche, Avalanche ইত্যাদি। যেমন দুর্ঘটনা ঘটেছে কেদারনাথ ও চামোলিতে। এ কারণে হিমালয় থেকে নদী ও হিমবাহ বিলীন হয়ে যায়। তাই পাহাড়ে গাছের প্রজাতি ও বিস্তার ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও, যেসব গাছপালা জলের ঘাটতিতে ভুগছে তাদের আচরণের পরিবর্তন হবে।

এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, একটানা জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমালয়ে শীতের দিনসংখ্যা কমে আসছে। হিমালয়ের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ঠান্ডা দিন এবং ঠান্ডা রাত গণনা করার জন্য ১৬টি স্টেশন রয়েছে। গরমের দিন ক্রমাগত বাড়ছে। অথচ ঠান্ডার দিন কমছে। গত ৩০ বছরে ঠান্ডার দিন কমেছে ২ থেকে ৬ শতাংশ। 

গঙ্গা শুকিয়ে গেলে ৪০ কোটি মানুষের কী হবে?গঙ্গার দৈর্ঘ্য ২৫০০ কিলোমিটার। এর সাহায্যে, প্রায় ৪০ কোটি মানুষ অনেক রাজ্যে বসবাস করছে। এর উৎস গঙ্গোত্রী হিমবাহ। কিন্তু এই হিমবাহও বিপদে পড়েছে। গত ৮৭ বছরে ৩০ কিলোমিটার দীর্ঘ হিমবাহের আড়াই কিলোমিটার গলে গেছে। ভারতীয় হিমালয় অঞ্চলে ৯৫৭৫ হিমবাহ রয়েছে। যার মধ্যে ৯৬৮ হিমবাহ শুধুমাত্র উত্তরাখণ্ডে।

যে কোনও হিমবাহ গলে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন জলবায়ু পরিবর্তন, কম তুষারপাত, তাপমাত্রা বৃদ্ধি, অবিরাম বৃষ্টি ইত্যাদি। গঙ্গোত্রী হিমবাহের মুখের অংশ খুবই অস্থির। হিমবাহ এক বা অন্য প্রান্ত থেকে গলে যাবে। একটানা বৃষ্টি হলে হিমবাহ গলে যায়। ভাটিতে পানির প্রবাহ বেড়েছে। বৃষ্টির সময় হিমালয় অঞ্চলের স্থিতিশীলতা কম থাকে। হিমবাহ গলে যাওয়ার হার বেড়ে যায়। বর্তমানে বিজ্ঞানীরা দুই ডজন হিমবাহের উপর নজর রাখতে সক্ষম। প্রধানগুলি হল গঙ্গোত্রী, চোরাবাড়ি, দুনাগিরি, ডোকরানি এবং পিন্ডারি। 

সমীক্ষায় বলা হয়েছে,হিমালয়ের এই হিমবাহগুলি তাদের ৪০ শতাংশ এলাকা হারিয়েছে। এগুলো ২৮ হাজার বর্গ কিমি থেকে কমে ১৯ হাজার ৬০০ বর্গ কিমি হয়েছে। এই সময়ের মধ্যে, এই হিমবাহগুলি ৩৯০ কিউবিক কিমি থেকে ৫৯০ কিউবিক কিমি বরফ হারিয়েছে। তাদের গলে যাওয়া জলের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ০.৯২ থেকে ১.৩৩ মিমি বেড়েছে।

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement