Advertisement

হাথরস কাণ্ডে আজ রিপোর্ট পেশের সম্ভাবনা সিটের

হাথরস কাণ্ডে আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট পেশ করতে পারে সিট। গত ৭ দিন ধরে লাগাতার ঘটনার তদন্ত চালিয়ে গিয়েছেন সিটের সদস্যরা। স্বরাষ্ট্রসচিব ভগবান স্বরূপের নেতৃত্বে তৈরি এই রিপোর্ট এদিনই জমা পড়তে পারে মুখ্যমন্ত্রীর কাছে। তারপরেই হয়ত প্রকাশ্যে আসবে ঘটনায় আসল অপরাধীদের নাম।

হাথরস কাণ্ডে আজ রিপোর্ট জমা দেবে সিট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Oct 2020,
  • अपडेटेड 12:18 PM IST
  • হাথরস কাণ্ডে আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট পেশ করতে পারে সিট।
  • ঘটনার তদন্তে রোজই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
  • মোবাইল রেকর্ড ঘেঁটেও বেশকিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।

হাথরস, ৭ অক্টোবর : হাথরস কাণ্ডে আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে রিপোর্ট পেশ করতে পারে সিট। গত ৭ দিন ধরে লাগাতার ঘটনার তদন্ত চালিয়ে গিয়েছেন সিটের সদস্যরা। স্বরাষ্ট্রসচিব ভগবান স্বরূপের নেতৃত্বে তৈরি এই রিপোর্ট এদিনই জমা পড়তে পারে মুখ্যমন্ত্রীর কাছে। তারপরেই হয়ত প্রকাশ্যে আসবে ঘটনায় আসল অপরাধীদের নাম।

ঘটনার তদন্তে রোজই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন সিটের সদস্যরা। কথা বলেছেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। এছাড়া ঘটনার পুনরনির্মানও করা হয়েছে। সেই সমস্ত তথ্যই এদিন তুলে দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী হতে। এদিকে মোবাইল রেকর্ড ঘেঁটেও বেশকিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। জানা গেছে নির্যাতিতার দাদার মোবাইল ফোন ব্যবহার করতেন তাঁর বৌদি। আর সেই মোবাইল নম্বর ও অভিযুক্ত সন্দীপের মোবাইল নম্বরের মধ্যে যোগাযোগ ছিল। ওই দুটি নম্বরের মধ্যে ১৩ অক্টোবর ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০ পর্যন্ত যোগাযোগ ছিল বলে জানা গেছে। এই সময়ের মধ্যে নির্যাতিতার দাদার মোবাইল থেকে অভিযুক্তের মোবাইলে ৬২ বার এবং অভিযুক্তের মোবাইলে থেকে নির্যাতিতার দাদার মোবাইলে ৪২ বার কল করা হয়েছে। উভয় নম্বরে কথোপকথন হয়েছে মত ১০৪ বার। এক্ষেত্রে ফোন কলের এই গোটা পর্বতিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement