Advertisement

Bangladesh: 'ভারতেও বাংলাদেশের মতো হবে... রটাচ্ছে কেউ কেউ', 'দেশবিরোধী শক্তি' নিয়ে সাবধান করলেন ধনখড়

'ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হবে,' এমন ভয় দেখাচ্ছে কিছু মানুষ। এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 'দেশবিরোধী শক্তি' নিয়ে সাবধান করে দিলেন তিনি। 

সতর্ক থাকার পরামর্শ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2024,
  • अपडेटेड 11:37 AM IST
  • 'ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হবে,' এমন ভয় দেখাচ্ছে কিছু মানুষ।
  • এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
  • 'দেশবিরোধী শক্তি' নিয়ে সাবধান করে দিলেন তিনি। 

'ভারতেও বাংলাদেশের মতো পরিস্থিতি হবে,' এমন ভয় দেখাচ্ছে কিছু মানুষ। এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 'দেশবিরোধী শক্তি' নিয়ে সাবধান করে দিলেন তিনি। 

যদিও জগদীপ ধনখড় কারও নাম নেননি। কিন্তু তিনি জানান, কিছু কিছু ব্যক্তি ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে তুলনা টানার চেষ্টা করছেন। জগদীপ ধনখড় বলেন, 'সাবধান! অনেকে এমন একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছেন যে, আমাদের প্রতিবেশী দেশে যেটা হয়েছে, তেমনটা ভারতেও হতে চলেছে। এটা খুবই উদ্বেগজনক।' 

শনিবার যোধপুরে রাজস্থান হাই কোর্টের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন উপরাষ্ট্রপতি। সেখানেই এমনটা বলেন তিনি। 

'এই দেশের একজন নাগরিক, যিনি কিনা সংসদ সদস্যও এবং অন্য একজন, যিনি ফরেন সার্ভিসকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁরা কীভাবে বলতে পারেন যে প্রতিবেশী দেশে যা ঘটেছে তা ভারতেও ঘটবে!' বলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

মনে করা হচ্ছে, কংগ্রেস নেতা সলমন খুরশিদ এবং মণিশঙ্কর আইয়ারের মন্তব্যের প্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া দিয়েছেন জগদীপ ধনখড়। সম্প্রতি ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তুলনা করেছিলেন তিনি। 

সলমন খুরশিদ বলেছিলেন, ভারতে আপাতভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও, এখানেও বাংলাদেশের মতো ঘটনা ঘটকে পারে। অন্যদিকে প্রাক্তন কূটনীতিবিদ এবং কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ারও এই ধরণের তুলনা টেনেছিলেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement