Advertisement

Mumbai Bandra Station Stampede Case: ট্রেন ধরতে হুড়োহুড়ি! মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে জখম অন্তত ৯

Mumbai Bandra Station Stampede Case: মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত নয়জন জখম হয়েছে। বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে ১ নম্বর প্ল্যাটফর্মে রবিবার ভোর ৫.৫৬ মিনিটে ঘটনাটি ঘটে।

মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম অন্তত ৯
Aajtak Bangla
  • মুম্বই,
  • 27 Oct 2024,
  • अपडेटेड 11:06 AM IST

Mumbai Bandra Station Stampede Case: মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত নয়জন জখম হয়েছে। বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে ১ নম্বর প্ল্যাটফর্মে রবিবার ভোর ৫.৫৬ মিনিটে ঘটনাটি ঘটে। আহতদের ভাভা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (BMC) জানিয়েছে যে দীপাবলির আগে উৎসবের ভিড়ের কারণে এই ঘটনা ঘটেছে।সাতজনের অবস্থা স্থিতিশীল, অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।

জখমদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন- শাবির আব্দুল রেহমান (৪০), পরমেশ্বর সুখদার গুপ্ত (২৮), রবীন্দ্র হরিহর চুমা (৩০), রামসেবক রবীন্দ্র প্রসাদ প্রজাপতি (২৯), সঞ্জয় তিলকরাম কাঙ্গে (২৭), দিব্যাংশু যোগেন্দ্র যাদব (১৮), মো. শরীফ শেখ (২৫), ইন্দ্রজিৎ সাহানি (১৯) এবং নূর মোহাম্মদ শেখ (১৮)।

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেন নং ২২৯২১, বান্দ্রা থেকে গোরখপুরে যাতায়াত করে, প্ল্যাটফর্ম ১-তে এসে পৌঁছয়, যাত্রীদের বিশাল ভিড়ে থিকথিক করছিল এলাকা। ঘটনাস্থলের ভিজ্যুয়ালগুলিতে প্ল্যাটফর্মের মেঝেতে রক্ত ​​দেখা গিয়েছে, রেলওয়ে পুলিশ এবং অন্যান্য যাত্রীদের স্ট্রেচারে আহত ব্যক্তিদের সাহায্য করতে দেখা যায়।

একটি ভিডিওতে দেখা গিয়েছে একজন রেলওয়ে অফিসার আহত এক যাত্রীকে কাঁধে নিয়ে যাচ্ছেন। অন্য একটি ক্লিপে দেখা গেছে, প্ল্যাটফর্মের মেঝেতে দু'জন লোক শুয়ে আছে, তাদের জামাকাপড় রক্তে মাখা। কাছাকাছি, একটি বেঞ্চে একজন লোক বসেছিলেন, তার শার্ট ছেঁড়া।
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement