৩ আইপিএস অফিসারকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে বাগযুদ্ধে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে ঘিরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমর্থনে এগিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার ট্যুইট করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, বাংলার প্রশাসনিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কড়া নিন্দা করছি। নির্বাচনের ঠিক আগে পুলিশ আধিকারিকদের কেন্দ্রের স্থানান্তর করার চেষ্টা রাজ্যের অধিকার লঙ্ঘন করা। এই ঘটনা ফেডারেলিজমের উপর হামলা এবং অশান্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা। "
এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে একটি টালমাটাল পরিস্থিতির তৈরি হয়েছে। ঘাসফুলের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতা। যার ফলে দল থেকে বেরিয়ে এসেছেন শুভেন্দু-সহ একাধিক নেতা। এই পদত্যাগের ফলস্বরূপ, কেন্দ্রের সঙ্গে আরও একটি বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো।
গত সপ্তাহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্র। আর তাতেই তীব্র আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ''রাজ্যের আপত্তি সত্ত্বেও ভারত সরকার যেভাবে পশ্চিমবঙ্গের ১ আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনের জন্য ডেকেছে সেটা জোর করে ক্ষমতা দেখানে এবং ১৯৫৪ সালের আইপিএস ক্যাডার নিয়মের অপব্যবহার।''
তিনি আরও বলেন, ''এই তলব গণতন্দ্র বিরোধী, অসাংবিধানিক এবং কখনওই গ্রহণযোগ্য নয়। রাজ্যের উপর কেন্দ্রের এহেন নিয়ন্ত্রন আমরা মানব না।''