Advertisement

Sahara Refund: প্রয়াত সুব্রত রায়, সাহারা-য় আটকে থাকা টাকা মিলবে তো? আবেদনের পদ্ধতি রইল

মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সুব্রত রায়ের মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাহারার টাকা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 12:24 PM IST
  • প্রয়াত হয়েছেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়
  • তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর

মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সুব্রত রায়ের মৃত্যুতে ভারতীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, সুব্রত রায়ের মৃত্যুতে সাহারা চিটফান্ডে বিনিয়োগ করা লোকজনের চিন্তা বাড়ল। কারণ, তাঁরা তাঁদের বিনিয়োগ করা টাকা আদৌ ফেরত পাবেন কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

দেশজুড়ে লক্ষ লক্ষ আমানতকারীর কয়েক হাজার কোটি টাকা নিয়ে ডুবেছে সাহারা। দীর্ঘদিন ধরে নানা মামলা চলছে। আমানতকারীরা টাকা ফেরতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাহারা ইন্ডিয়া (Sahara India)-য় লগ্নি করা টাকার মেয়াদ শেষের পরেও তাঁরা টাকা ফেরত পাননি। দেখা গিয়েছে, সাহারা-তে সবচেয়ে বেশি লগ্নি করেছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বাসিন্দারা। সাহারা ইন্ডিয়া-র বিষয়ে আমানতকারীরা কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছিলেন। বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছে সহারার জমা দেওয়া প্রায় ২৪,০০০ কোটি টাকার মধ্যে থেকে ওই সব আমানতকারীকে ৫০০০ কোটি ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে অনুমোদন দেয় সুপ্রিম কোর্ট। টাকা ফেরাতে ৯ মাসের বেশি সময় না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

কোথায় আবেদন

কিছুদিন আগেই সাহারা রিফান্ড পোর্টাল চালু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পোর্টালের মাধ্যমে সাহারায় আটকে পড়া টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা। টাকা ফেরত পাওয়ার জন্য বিনিয়োগকারীদের www.cooperation.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। এখানে বিশদ বিবরণ পূরণ করতে হবে। মোবাইল নম্বরের সঙ্গে আধার এবং ব্যাঙ্ক লিঙ্ক করা থাকতে হবে। আবেদনের ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

কীভাবে আবেদন

  • প্রথমে https://mocrefund.crcs.gov.in/ পোর্টালে যেতে হবে।
  • হোমপেজ ওপেন হলে ইনভেস্টর 'ডিপোজিটর রেজিস্ট্রেশন' অপশন আসবে, সেটিতে ক্লিক করুন।
  • নতুন পেজে আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখুন।
  • এর পরে নীচে দেওয়া ক্যাপচা কোডটি পূরণ করে Get OTP অপশনে ক্লিক করুন।
  • মোবাইল নম্বরে ওটিপি আসবে। এভাবে পোর্টালে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • তারপর হোমপেজে ফিরে যান।
  • লগইন করতে 'আমানতকারী লগইন' অপশন বেছে নিন।
  • আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দিয়ে মোবাইল নম্বর লিখতে হবে।
  • তারপর ক্যাপচা কোড পূরণ করে ওটিপি পাওয়ার অপশনে ক্লিক করুন।
  • মোবাইলে ওটিপি পূরণ করুন। নতুন পেজে দেওয়া নির্দেশিকাগুলি ভালো করে পড়ুন।
  • 'আমি রাজি'-এ ক্লিক করুন। ব্যাঙ্কের নাম এবং জন্ম তারিখ (DOB) দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
  • ডিপোজিট ফর্মে সমবায়ের নাম, সদস্য সংখ্যা ও প্রাপ্য টাকার পরিমাণ লিখতে হবে।
  • সমস্ত তথ্য যাচাই হওয়ার পর পোর্টালে থাকা ক্লেইম লেটার ডাউনলোড করুন।
  • আপনার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করে সাইন ইন করুন।
  • তার পর এটি স্ক্যান করে আপলোড করুন।
  • আপলোড করার পরে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পাবেন।
  • ৪৫ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে।

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement