Advertisement

One Rank One Pension মামলা: আজ রায় জানাবে সুপ্রিম কোর্ট

আবেদনকারী ইন্ডিয়ান এক্স-সার্ভিসম্যান মুভমেন্ট (IESM)  ৭ নভেম্বর ২০১৫-র OROP-র নীতিগত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়। এতে তিনি যুক্তি দেওয়া হয়েছিল যে সিদ্ধান্তটি স্বেচ্ছাচারী এবং দুর্ভাবনাপূর্ণ। কারণ এটি এখটি শ্রেণির মধ্যে আরও শ্রেণি তৈরি করে এবং এক পদে বিভিন্ন পেনশন দেয়।

সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্ট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Mar 2022,
  • अपडेटेड 7:40 AM IST
  • আজ ওআরওপি মামলায় রায়
  • রায় দেবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ
  • গতমাসে শেষ হয়েছে শুনানি

One Rank One Pension (OROP) মামলায় আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। সকলা সাড়ে দশটায় এই বিষয়ে রায় শোনাবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। গতমাসেই মামলার শুনানি শেষ হয়। 

আবেদনকারী ইন্ডিয়ান এক্স-সার্ভিসম্যান মুভমেন্ট (IESM)  ৭ নভেম্বর ২০১৫-র OROP-র নীতিগত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়। এতে তিনি যুক্তি দেওয়া হয়েছিল যে সিদ্ধান্তটি স্বেচ্ছাচারী এবং দুর্ভাবনাপূর্ণ। কারণ এটি এখটি শ্রেণির মধ্যে আরও শ্রেণি তৈরি করে এবং এক পদে বিভিন্ন পেনশন দেয়।

সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল আদালত
মামলার শেষ শুনানি ছিল ১৬ ফেব্রুয়ারি। তাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে, কেন্দ্রের অতিরঞ্জিত ওআরওপি নীতি একটি আকর্ষণীয় ছবি তৈরি করেছে, কিন্তু সশস্ত্র বাহিনীর পেনশনভোগীরা তেমন কিছুই পাননি। এই বিষয়ে, কেন্দ্র আত্মপক্ষ সমর্থন করে জানায় যে, এই নীতির বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়েছে। তখন সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলে যে, এখনও ওআরওপি-র কোনও বিধিবদ্ধ সংজ্ঞা নেই।

আরও পড়ুন

কেন্দ্রকে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়
OROP কীভাবে লাগু হচ্ছে?
OROP-তে কতো মানুষের লাভ হয়েছে?

গোটা বিষয়টি কী?
অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের পেনশন ৫ বছরে একবার পর্যালোচনা করার সরকারের যে নীতি তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় ইন্ডিয়ান এক্স-সার্ভিসম্যান মুভমেন্ট। অন্যদিকে দাখিল করা হলফনামায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বক্তব্যে অসঙ্গতির অভিযোগ করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি চিদাম্বরমের বিবৃতি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ ছাড়াই তৈরি করা হয়েছিল। 

২০১৫ সালে ঘোষণা করেছিল কেন্দ্র
২০১৫ সালের ৭ নভেম্বর OROP যোজনা ঘোষণা করে কেন্দ্র। সেই বলা হয়েছিল, ১ জুলাই ২০১৪ থেকে এটি কার্যকর বলে ধরা হবে।

 

Read more!
Advertisement
Advertisement