Advertisement

মমতার সঙ্গে ফোনে কথা বলেন সুস্মিতার মা, কী আলোচনা হয়েছিল?

বিজেপিকে (BJP) রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা সেটিরও এদিন ভূয়সী প্রশংসা করতে শোনা গেল সুস্মিতা দেবকে। এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে বেছে নিয়েছেন কারণ সেখানে কংগ্রেসের (Congress) কোনও অস্তিত্বই নেই। বিগত দু'বছর ধরে কোনও কমিটি নেই। আর সেই কারণেই  মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূলকে শক্তিশালী করে বিজেপিকে টক্কর দিতে চাইছেন।"

মমতা বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব (বামদিক থেকে)
ইন্দ্রজিৎ কুণ্ডু
  • কলকাতা,
  • 24 Aug 2021,
  • अपडेटेड 11:26 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকদিনের সম্পর্ক
  • জানালেন অসমের নেত্রী সুস্মিতা দেব
  • অভিষেকেরও প্রশংসা করলেন তিনি

কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের নেত্রী সুস্মিতা দেব (Sushmita Dev)। কংগ্রেসে ইস্তফা দেওয়ার পর তৃণমূলে যোগ দেন তিনি। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুস্মিতা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেইদিন কী কথা হয়েছিল তাঁর? সেই প্রসঙ্গে আজতক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে সুস্মিতা দেব জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) সঙ্গে তাঁর পরিবারের অনেক পুরনো সম্পর্ক। তাঁর বাবা সন্তোষমোহন দেব ও মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বহু বছর কাজ করেছেন। 

সুস্মিতার মায়ের সঙ্গে কথা মমতা

সুস্মিতা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, "লাঞ্চ করেছিস? কী খাবি?" একইসঙ্গে সেই দিন সুস্মিতা দেবের মায়ের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে সুস্মিতা জানাচ্ছেন, "মা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন মেয়েকে দেখ রেখ।" জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "হ্যাঁ আমার দায়িত্ব।" 

বিজেপিকে (BJP) রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা সেটিরও এদিন ভূয়সী প্রশংসা করতে শোনা গেল সুস্মিতা দেবকে। এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে বেছে নিয়েছেন কারণ সেখানে কংগ্রেসের (Congress) কোনও অস্তিত্বই নেই। বিগত দু'বছর ধরে কোনও কমিটি নেই। আর সেই কারণেই  মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূলকে শক্তিশালী করে বিজেপিকে টক্কর দিতে চাইছেন।" এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা শোনা যায় তাঁর গলায়।

অন্যদিকে এদিন নিজের রাজ্যের প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন এই কংগ্রেস নেত্রী বলেন, "অসমে বর্তমানে এআইইউডিএফ (AIUDF) এবং কংগ্রেসের বিধায়করা বিজেপির মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। এটা মতাদর্শগত যুদ্ধ। যদি সব দল এক হয়ে যায়, তাহলে বিরোধী দলের জায়গা কোথায়?" আর এই পরিস্থিতি দেখেই তিনি তৃণমূলে (TMC) যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সুস্মিতা। তিনি জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভাল বিজেপিকে কট্টর দিতে পারেন এমন কেউ সারা দেশে তাঁর চোখে পড়েনি। এক্ষেত্রে বিরোধিতা কাকে বলে সেটা তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে দাঁড়িয়েই তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে দেখাবেন বলেও এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সুস্মিতা দেব।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement