Advertisement

Taj Mahal-এ বোমাতঙ্ক, ফিরোজাবাদে গ্রেফতার ভুয়ো কলার

তাজমহলে বোমা! ভুয়ো ফোন কলকে কেন্দ্র করে সৃষ্টি হল ব্যাপক আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দ্রুত বের করে দেওয়া হয় পর্যটকদরে। এরপর তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সিআইএসএফ। তবে তল্লাশির পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। 

তাজমহলে বোমাতঙ্ক
Aajtak Bangla
  • আগ্রা,
  • 04 Mar 2021,
  • अपडेटेड 12:26 PM IST
  • ভুয়ো ফোন কলে তাজমহলে বোমাতঙ্ক
  • তল্লাশি চালিয়েও মিলল না বোমা
  • গ্রেফতার ভুয়ো কলার

তাজমহলে বোমা! ভুয়ো ফোন কলকে কেন্দ্র করে সৃষ্টি হল ব্যাপক আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই বের করে দেওয়া হয় পর্যটকদরে। এরপর তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সিআইএসএফ। তবে তল্লাশির পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি। যার জেরে ফের খুলে দেওয়া হয় তাজমহলের গেট। 

জানা যাচ্ছে, তাজমহলে বোমা রয়েছে বলে আগ্রা পুলিশের কাছে ফোন আসে। ফোন কল পেয়েই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। তাজমহলের বাইরে পৌঁছে যান পুলিশের আধিকারিকরা। সমস্ত পর্যটকদের বাইরে বের করে বন্ধ করে দেওয়া হয় তাজমহলের দুটি গেট। এরপর জোরকদমে শুরু হয় তল্লাশি। তাজমহলের বাইরে তল্লাশি চালায় পুলিশ এবং ভিতরে সিআইএসএফ। 

 

এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, তাজমহলের পাশে বোমা রাখা আছে এবং কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটবে বলে খবর আসে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। সিও সদরের নেতৃত্বে তাজমহল চত্বরে শুরু হয় তল্লাশি।    

এই প্রসঙ্গে আগরার আইজি জানিয়েছেন, বোমা রাখার খবর ভুয়ো। মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ফিরোজাবাদের এক ব্যক্তি ফোন করে বোমা রাখার ভুয়ো খবর দেয়। তাকে ইতমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement