Advertisement

Ladakh Tank Incident: লাদাখে মহড়ার সময় দুর্ঘটনা, নদীতে ভেসে গেল সেনা ট্যাঙ্ক, মৃত্যুর শঙ্কা

লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ট্যাঙ্ক নিয়ে মহড়ার সময় নদী পার করছিলেন জওয়ানরা। সেই সময় হঠাৎ নদীর জলের উচ্চতা বেড়ে যায়। এর ফলে ট্যাঙ্কসহ সৈন্যরা জলের মাঝে আটকে পড়েন। এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর এক আধিকারিক।

প্রতীকী ফাইল ছবি (ANI)
Aajtak Bangla
  • লাদাখ,
  • 29 Jun 2024,
  • अपडेटेड 11:53 AM IST
  • লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা।
  • শুক্রবার ট্যাঙ্ক নিয়ে মহড়ার সময় নদী পার করছিলেন জওয়ানরা।
  • সেই সময় হঠাৎ নদীর জলের উচ্চতা বেড়ে যায়। এর ফলে ট্যাঙ্কসহ সৈন্যরা জলের মাঝে আটকে পড়েন।

লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ট্যাঙ্ক নিয়ে মহড়ার সময় নদী পার করছিলেন জওয়ানরা। সেই সময় হঠাৎ নদীর জলের উচ্চতা বেড়ে যায়। এর ফলে ট্যাঙ্কসহ সৈন্যরা জলের মাঝে আটকে পড়েন। এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর এক আধিকারিক।

শুক্রবার দৌলত বেগ ওল্ডিতে ট্যাঙ্ক নিয়ে মহড়া চলছিল। এই ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক বিভিন্ন ধরনের জমিতে চলতে পারে। সাধারণ রাস্তা তো বটেই, কাদা, মাটি, উঁচু-নিচু রাস্তা, পাথুরে জমি দিয়েও অবলীলায় যেতে পারে এই ট্যাঙ্ক। এর পাশাপাশি অল্প জল আছে, এমন জায়গা দিয়েও পারপার করতে পারে এই ট্যাঙ্কগুলি। কিন্তু তারও একটি সীমা রয়েছে। অতিরিক্ত জল হলে, সেখান দিয়ে পার হতে পারে না। 

সূত্রের খবর, এদিন নদীতে নামার সময় জল কমই ছিল। কিন্তু হঠাৎ নদীর জলস্তর বাড়তে শুরু করে। এর ফলে জলের মাঝে আটকে যায় ট্যাঙ্কটি। সেই সময় ট্যাঙ্কে বেশ কয়েকজন সেনা জওয়ান ছিলেন।

জানা গিয়েছে, ট্যাঙ্কে করে কীভাবে নদী পার হতে হয়, তারই অনুশীলন চলছিল। মহড়ার সময় ট্যাঙ্কটি নদী পার হচ্ছিল। সেই সময় হঠাৎ নদীর প্রবাহ বেড়ে যায়। এর ফলে ট্যাঙ্কটি ভেসে যায়। সেনা আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় ওই ট্যাঙ্কে মোট ৪-৫ জন সৈন্য ছিল। বর্তমানে জোরকদমে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement