Advertisement

PM Modi: বিমানে যান্ত্রিক ত্রুটি, দেওঘরে অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী মোদী

শুক্রবার আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। যা উদ্‌যাপিত হয় জনজাতি গৌরব দিবস হিসাবে। বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগে প্রচারের জন্য এই দিনটিকে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2024,
  • अपडेटेड 4:16 PM IST
  • শুক্রবার আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী।
  • যা উদ্‌যাপিত হয় জনজাতি গৌরব দিবস হিসাবে।

ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে যান্ত্রিক ত্রুটি। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচার সেরে ফিরছিলেন দিল্লিতে। সেই সময় তাঁর বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। 

শুক্রবার আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। যা উদ্‌যাপিত হয় জনজাতি গৌরব দিবস হিসাবে। বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগে প্রচারের জন্য এই দিনটিকে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। দু'টি জনসভা করে দিল্লি ফিরে যাচ্ছিলেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড়তে পারেনি। দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করা হয়। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ দিন দেওঘরের আগে বিহারের জামুই পৌঁছন প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি না দেওয়ার জন্য কংগ্রেসের সমালোচনা করেন। কারও নাম না নিয়ে প্রধানমন্ত্রী বলেন,'স্বাধীনতা লাভের সব কৃতিত্ব শুধুমাত্র একটি দল এবং একটি পরিবারকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল'। তাঁর প্রশ্ন,'আমাদের দেশ যদি একটি পরিবারের কারণে স্বাধীনতা পায়, তাহলে বিরসা মুন্ডা কেন 'উলগুলান' আন্দোলন শুরু করলেন?' আদিবাসী সম্প্রদায় আগের সরকারের জমানায় প্রাপ্য স্বীকৃতি পাননি বলে দাবি করেন মোদী। মনে করিয়ে দেন, 'দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক আদিবাসী নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন'।

এর আগে ঝাড়খণ্ডের গোড্ডায় আটকে পড়ে রাহুল গান্ধীর হেলিকপ্টার। তাঁর হেলিকপ্টার উড়তে দেয়নি এটিএস। প্রায় ২ ঘণ্টা পরে হেলিকপ্টার ওড়ার ছাড়পত্র পায়। এর জন্য বিজেপিকে দায়ী করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কারণে রাহুল গান্ধীর হেলিকপ্টারকে ছাড়পত্র দেওয়া হয়নি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement