Advertisement

Ayodhya Ram Mandir: অযোধ্যার রাম মন্দির ট্রাস্টে বড় অঙ্কের অনুদান আম্বানি পরিবারের

সোমবার অযোধ্যায় রামলালা মূর্তির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সপরিবার যোগ দেন মুকেশ আম্বানি।

বড় ঘোষণা আম্বানি পরিবারের
Aajtak Bangla
  • অযোধ্যা,
  • 22 Jan 2024,
  • अपडेटेड 10:05 PM IST
  • রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ২.৫১ কোটি টাকার অনুদান ঘোষণা করল আম্বানি পরিবার।
  • সোমবার অযোধ্যায় রামলালা মূর্তির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সপরিবার যোগ দেন মুকেশ আম্বানি।
  • 'অযোধ্যায় রাম মন্দিরের গভীর সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে,' এক বিবৃতিতে জানিয়েছে আম্বানি পরিবার।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ২.৫১ কোটি টাকার অনুদান ঘোষণা করল আম্বানি পরিবার। সোমবার অযোধ্যায় রামলালা মূর্তির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সপরিবার যোগ দেন মুকেশ আম্বানি।

'অযোধ্যায় রাম মন্দিরের গভীর সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে,' এক বিবৃতিতে জানিয়েছে আম্বানি পরিবার।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং তাঁদের ছেলেমেয়েরা এদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনন্ত আম্বানির সঙ্গে তাঁর হবু স্ত্রী রাধিকা বণিক এবং রিলায়েন্স জিওর সিইও আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা মেহতা ছিলেন। ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামলও এদিনের গ্র্যান্ড ইভেন্টে অংশ নেন।

নীতা আম্বানির মুখেও এদিন 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা যায়। তিনি বলেন, 'এই আবেগ সত্যিই অপ্রতিরোধ্য। আমি খুব আনন্দিত যে এখানে এসে নিজে সেটা অনুভব করতে পারছি... আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য গর্বিত। এটাই আমাদের ভারত।'

মুকেশ আম্বানি ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছেন, তিনি 'ভারতের নব যুগের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন' বলে মনে করছেন।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি, সিনেমার তারকা, ক্রীড়াবিদ, কূটনীতিবিদ, বিচারপতি এবং মহাযাজক সহ ৫০৬ জন প্রথম সারির তারকারা আমন্ত্রণ পেয়েছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম লালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেশজুড়ে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

৮৪ সেকেন্ডের 'অভিজিৎ মুহুর্ত' চলাকালীন 'প্রাণ প্রতিষ্ঠা' সহ মন্দিরে একাধিক আচার অনুষ্ঠান পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement