Advertisement

Mahua Moitra Case: 'নোংরা প্রশ্ন করছিল এথিক্স কমিটি,' ওয়াক-আউট ক্ষুব্ধ মহুয়ার

মহুয়া দেড় ঘণ্টা নিজের বক্তব্য জানান কমিটিকে। এই সওয়াল-জবাবেই আত্মপক্ষ সমর্থনে মহুয়া বলেন, আমার ব্যক্তিগত জীবনকে ইস্যু করা হচ্ছে। আমি কোনও ভুল কাজ করিনি।

মহুয়া মৈত্র
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Nov 2023,
  • अपडेटेड 5:03 PM IST
  • 'আমার ব্যক্তিগত জীবনকে ইস্যু করা হচ্ছে'
  • এথিক্স কমিটি দুটি প্রশ্ন করে
  • ইঙ্গিতপূর্ণ ট্যুইট মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ডের

'ঘুষের বিনিয়মে প্রশ্ন' মামলায় সংসদের এথিক্স কমিটির মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের এথিক্স কমিটিতে হাজির হন মহুয়া। সব খতিয়ে দেখে মহুয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে এথিক্স কমিটি। এথিক্স কমিটি থেকে বেরিয়ে দৃশ্যতই ক্ষুব্ধ মহুয়া। গুরুতর অভিযোগ করেন, তাঁকে অপমানজনক প্রশ্ন করা হয়েছে। তুলকালাম সৃষ্টি হয় সওয়াল-জবাব চলাকালীন। এরপরেই এথিক্স কমিটি থেকে চিত্‍কার করতে করতে ওয়াক আউট করেন মহুয়া মৈত্র। বিরোধীদলের সাংসদদের গুরুতর অভিযোগ, মহুয়াকে জিগ্গেস করা হয়েছে, রাতে কার সঙ্গে কথা বলেন?

এদিন এথিক্স কমিটি থেকে চিত্‍কার করতে করতে বেরিয়ে মহুয়া বলেন, 'এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন।ওঁরা সব কিছুই ধরছিলেন। বাজে কথা বলছিলেন। ওঁরা বলেন, আপনার চোখে জল। আমার চোখে কি জল? আপনারা দেখতে পারছেন?'

'আমার ব্যক্তিগত জীবনকে ইস্যু করা হচ্ছে'

মহুয়া দেড় ঘণ্টা নিজের বক্তব্য জানান কমিটিকে। এই সওয়াল-জবাবেই আত্মপক্ষ সমর্থনে মহুয়া বলেন, আমার ব্যক্তিগত জীবনকে ইস্যু করা হচ্ছে। আমি কোনও ভুল কাজ করিনি। এথিক্স কমিটিতে থাকা শাসকদলের সাংসদরা মহুয়াকে তখন বলেন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হচ্ছে না। আপনার বিরুদ্ধে সংসদীয় অধিকারের অপব্যবহারের অভিযোগের বিষয়ে আলোচনা হচ্ছে। 

এথিক্স কমিটিতে থাকা বিরোধী দলের সাংসদরা তখন মহুয়ার পক্ষ নিয়ে বলেন, বহু সাংসদ রয়েছেন, যাঁরা সংসদের পোর্টাল নিজেরা ব্যবহার করতেই পারেন না। কোনও ব্যক্তি যদি কোনও সাংসদের লগ ইন আইডি, পাসওয়ার্ড নিয়ে পোর্টালে লগ ইন করেন, তা হলে তার ওটিপি যায় সংশ্লিষ্ট সাংসদের কাছে।

এথিক্স কমিটি দুটি প্রশ্ন করে

এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে দুটি প্রশ্ন করে। এক, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন কি না। দুই, বিদেশ থেকে মোট ৪৭ বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন‘ ৬ অক্টোবর বিজেপি সাংসদ নিশিকান্ত এবং মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড দেহাদ্রাইকে জিজ্ঞাসাবাদ করেছে এথিক্স কমিটি।

Advertisement

ইঙ্গিতপূর্ণ ট্যুইট মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ডের

অন্যদিকে এদিনই টাকার বদলে প্রশ্ন ইস্যুতে  ইঙ্গিতপূর্ণ পোস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রাক্তন বয়ফ্রেন্ড দেহাদ্রাইয়ের লেখেন, 'যে ব্যক্তি দুর্নীতি এবং জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করার অভিযোগে অভিযুক্ত তিনি আসলে আরও বড় দোষে দোষী। এবং না, আমি আমার কুকুর চুরি যাওয়ার কথা বলছি না।' কারও নাম করেননি জয়।

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগে লোকসভার সাংসদ মহুয়াকে প্রথমে ৩১ অক্টোবর, মঙ্গলবার তলব করেছিল এথিক্স কমিটি। কিন্তু মহুয়া জানিয়েছিলেন, ৪ নভেম্বর পর্যন্ত তাঁর সংসদীয় এলাকায় বিজয়া দশমীর পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। ৫ নভেম্বরের পর তিনি যে কোনও দিন, যে কোনও সময়ে কমিটির সামনে হাজিরা দিতে পারেন। তার পরে ফের কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ সোনকর চিঠি লিখে মহুয়াকে ২ নভেম্বর ডেকে পাঠান।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement