Advertisement

গড় ধরে রাখতে আজ অসমে স্বরাষ্ট্রমন্ত্রী, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

পশ্চিমবঙ্গের (West Bengal) পর এবার অসমে (Assam) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ শনিবার (Saturday) অসমে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Central Home Minister)। এদিন এক সভায় অংশ নিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানের সৌন্দর্যায়ন, গুয়াহাটিতে দ্বিতীয় মেডিক্যাল কলেজ এবং ১০টি আইন কলেজ সহ বেশকিছু প্রকল্পের শিল্যান্যাস করবেন শাহ। এছাড়া ৮ হাজার নামঘরের ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাত করে আর্থিক অনুদানও বরাদ্দ করবেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ
মনোজ্ঞা লইয়াল
  • অসম,
  • 26 Dec 2020,
  • अपडेटेड 9:56 AM IST
  • পশ্চিমবঙ্গের পর অসমে অমিত শাহ
  • একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস
  • আগামিকাল যাবেন ইম্ফল


পশ্চিমবঙ্গের (West Bengal) পর এবার অসমে (Assam) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ শনিবার (Saturday) অসমে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Central Home Minister)। এদিন এক সভায় অংশ নিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানের সৌন্দর্যায়ন, গুয়াহাটিতে দ্বিতীয় মেডিক্যাল কলেজ এবং ১০টি আইন কলেজ সহ বেশকিছু প্রকল্পের শিল্যান্যাস করবেন শাহ। এছাড়া ৮ হাজার নামঘরের ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাত করে আর্থিক অনুদানও বরাদ্দ করবেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী। অন্যদিকে এই সফরে অসমে এনডিএর বিভিন্ন শরকিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। অমিত শাহর সঙ্গে দেখা করার কথা রয়েছে অসম গণ পরিষদ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, গণ শক্তি, রভ যৌথ মঞ্চের প্রতিনিধিদের। পাশাপাশি অসমে দলের কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন শাহ। সূত্রের খবর বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে  খোঁজখবর নেবেন তিনি।  

আগামিকাল ২৭ তারিখ অসমের কামাখ্যা মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর তিনি রওনা দেবেন মণিপুরের উদ্দেশ্যে। অসমের মতো মণিপুরের ইম্ফলেও একগুচ্ছ প্রকল্পের শিলন্যাস করবেন অমিত শাহ। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

আগামী বছরের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আনাগোনা বেড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের। গত সপ্তাহেই এরাজ্যে এসেছিলেন অমিত শাহ। দেড় মাসের মধ্যে এটা ছিল তাঁর দ্বিতীয় বাংলা সফর। শোনা যাচ্ছে এখন থেকে প্রতিমাসেই বাংলা আসবেন এবং কয়েকদিন করে থাকবেন বিজেপির এই শীর্ষ নেতা। সেক্ষেত্রে বাংলার পাশাপাশি অসমেও আগামী বছরেই হতে চলেছে বিধানসভা নির্বাচন। যদিও অসমে বর্তমানে সরকারে রয়েছে বিজেপি। তবে তারপরেও গেরুয়া শিবির কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কারণেই হয়তো বারে বারে দেশের পূর্ব বা উত্তর পূর্বে ছুটে আসছেন বিজেপির দিল্লির নেতারা। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement