Advertisement

PM Modi Speaks Bjp Win: ৩ রাজ্যে জিততেই ২৪ এর লোকসভার 'ভবিষ্যৎবাণী' করে দিলেন মোদী

PM Modi Speaks Bjp Win: নির্বাচনের ফলাফল বিজেপির "সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে" জনগণের বিশ্বাসের প্রমাণ দিয়েছে। "আমরা জনতা জনার্দনকে কাছে প্রণাম জানাই," প্রধানমন্ত্রী মোদী বলেন, "অনুকরণীয়" দলীয় কর্মীদের প্রচেষ্টাকেও স্বীকার করে। তিনি বলেন আজকের হ্যাট্রিক আমাদের ২০২৪ এর হ্যাট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে।

নরেন্দ্র মোদীর হুঁশিয়ারি বিরোধীদের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Dec 2023,
  • अपडेटेड 8:55 PM IST

PM Modi Speaks Bjp Win: ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই তিন রাজ্যে বিপুল জয় বিজেপির। যার পরেই নিজের বক্তব্যে উত্তরের তিনটি রাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে নির্বাচনের ফলাফল বিজেপির "সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে" জনগণের বিশ্বাসের প্রমাণ দিয়েছে। "আমরা জনতা জনার্দনকে কাছে প্রণাম জানাই," প্রধানমন্ত্রী মোদী বলেন, "অনুকরণীয়" দলীয় কর্মীদের প্রচেষ্টাকেও স্বীকার করে। তিনি বলেন আজকের হ্যাট্রিক আমাদের ২০২৪ এর হ্যাট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে।

PM Modi Speaks Bjp Win: ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই তিন রাজ্যে বিপুল জয় বিজেপির। যার পরেই নিজের বক্তব্যে উত্তরের তিনটি রাজ্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে নির্বাচনের ফলাফল বিজেপির "সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে" জনগণের বিশ্বাসের প্রমাণ দিয়েছে। "আমরা জনতা জনার্দনকে কাছে প্রণাম জানাই," প্রধানমন্ত্রী মোদী বলেন, "অনুকরণীয়" দলীয় কর্মীদের প্রচেষ্টাকেও স্বীকার করে। তিনি বলেন আজকের হ্যাট্রিক আমাদের ২০২৪ এর হ্যাট্রিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে।

মোদীর অভিযোগ, চার রাজ্যে বিধানসভা ভোটে জাতি এবং সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগির চেষ্টা করেছিল বিরোধীরা। তিনি তা হতে দেননি। ভোটে জিতে মোদী বলেন,‘‘দায়িত্ব আরও বেড়ে গেল আমাদের। ভাগাভাগির রাজনীতির মোকাবিলা করতে হবে। জবাবও দিতে হবে। তেমনই আমাদের জন্য মানুষের বিশ্বাসকেও অটুট রাখতে হবে।’’ 

স্থায়িত্বের আশায় ভোট বিরোধীদের

প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতের মানুষ স্থায়ী সরকার চান। স্থায়িত্ব চান সবাই। ভারতের কোনও নাগরিক আমাদের উন্নয়ন যাত্রায় পিছিয়ে পড়বেন না। সবার জন্য সরকার। সবার জন্য উন্নয়ন। সবাই বলছে, মোদীর গ্যারান্টি দেওয়া গাড়ি সবার দ্বারে দ্বারে আসছে। দেশের সফলতার গাড়ি হবে। এটাও মোদীর গ্যারান্টি। যেখানে বিশ্বাস খতম হয়, সেখানে মোদীর গ্যারান্টি শুরু হয়" ‘এ নতুন ভারত। নতুন গতি। নতুন সংকল্প। আমি আমার ট্র্যাক রেকর্ড দিয়ে বলতে চাইছি,দেশবাসী  আপনাদের স্বপ্নই আমার সংকল্প। ওই সংকল্প আমার তপস্যাও।

Advertisement

শুধরে যাওয়ার বার্তা বিরোধীদের

‘‘দেশের সেবা করার জন্য রাষ্ট্রসেবা করতে হয়। জনতার মনে স্থান দেয় না। নতুন কোনও প্রকল্প হলে, গরিবের জন্য বাড়ি তৈরি করলে কংগ্রেস এবং তার সঙ্গীরা ব্যঙ্গ করে। আপনারা শুধরে যান। জনতা নাহলে আপনাদের বেছে বেছে সাফ করে দেবে।’’ মোদী বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ে প্রচুর জনসমর্থন মিলছে। ভোটাররা জানিয়ে দিচ্ছেন, দুর্নীতিগ্রস্তদের পাশে তাঁরা নেই। কেন্দ্রীয় এজেন্সিজদের যাঁরা দুর্নাম করেন, তাঁদের পাশে মানুষ নেই। লোভ লালসার ঘোষণা কখনও ভোটাররা পছন্দ করেন না। তাঁরা চান ভরসা। ভারতের ভোটাররা জানেন, দেশ এগোলে, রাজ্য এগোবে।’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের সামনে বিজেপি উন্নয়নের নতুন মডেল দিয়েছি। আমাদের নীতি, শুধু দেশ এবং দেশের মানুষ। শুধু নীতি বানাই না আমরা। সেই নীতির লাভ যাতে গোটা দেশে পৌঁছয়, তা সুনিশ্চিত করে।’’ মোদী বলেন, ‘‘তেলেঙ্গানার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বিজেপি আপনাদের উন্নয়নের কাজে যুক্ত থাকবে। জয় পাওয়া তিন রাজ্যে বিজেপির উন্নয়নের জয়যাত্রা সীমাবদ্ধ থাকবে না।’’ 

উন্নয়নের জয় হয়েছে দাবি প্রধানমন্ত্রীর

‘‘আজ উন্নয়নের জন্য বসে থাকা মানুষজন জানেন, তাঁদের আশা এবং আকাঙ্খা কেবল বিজেপিই পূরণ করতে পারে। আর বিজেপির কর্মকর্তাদের আজ ভূরি ভূরি প্রশংসা করব। আপনাদের কষ্টের ফল আজ আমরা পাচ্ছি। আমাদের সভাপতি নাড্ডাজির রণনীতির জন্য এই জয়ের ভাগিদার তিনি। তাঁরও প্রশংসা প্রাপ্য।’’ ‘‘তিন রাজ্যেই জয়ে প্রমাণ করেছে বিজেপির উপর মানুষের ভরসা বেড়েই চলেছে। যুবকদের ভরসা বাড়ছে। এটাই আমাদের পাওনা।’’

মোদীর দাবি, নারীশক্তির জয়জয়করা হয়েছে তাঁর জমানায়। উন্নয়ন হয়েছে সর্বত্র। তাঁর কথায়, ‘‘নারীশক্তির উন্নয়ন ছিল বিজেপির অন্যতম লক্ষ্য। সেই চেষ্টা করে গিয়েছি। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা মোদীর গ্যারান্টি।’’
 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement