Advertisement

TRP manipulation case: গ্রেফতার রিপাবলিক টিভির CEO বিকাশ খানচন্দানি

রবিবার মুম্বইয়ে গ্রেফতার হলেন রিপাবলিক টিভির CEO বিকাশ খানচনন্দানি (Vikas Khanchandani)। টেলিভিশন রেটিং পয়েন্টস (টিআরপি)-এর কারসাজিতে যোগ থাকার অভিযোগে তদন্ত করার জন্যই আটক করা হয়েছে তাঁকে।

বিকাশ খানচন্দানি (ছবি-টুইটার)
Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 Dec 2020,
  • अपडेटेड 2:54 PM IST
  • টেলিভিশন রেটিং পয়েন্টস-এর কারসাজিতে যোগ থাকার অভিযোগে তদন্ত করার জন্যই আটক করা হয়েছে বিকাশ খানচন্দানিকে।।
  • পুলিশের মতে, রিপাবলিক টিভি এবং কয়েকটি অন্যান্য কয়েকটি চ্যানেল টিউন করার জন্য কয়েকটি পরিবারকে ঘুষ দেওয়া হয়েছিল।
  • যদিও রিপাবলিক টিভির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

রবিবার মুম্বইয়ে গ্রেফতার হলেন রিপাবলিক টিভির CEO বিকাশ খানচনন্দানি (Vikas Khanchandani)। টেলিভিশন রেটিং পয়েন্টস (টিআরপি)-এর কারসাজিতে যোগ থাকার অভিযোগে তদন্ত করার জন্যই আটক করা হয়েছে তাঁকে।

যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মিলিন্দ ভারাম্বে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তাকে তদন্তকারীরা দু'বার জিজ্ঞাসাবাদ করেছিল তাঁকে। পুলিশের মতে, রিপাবলিক টিভি এবং কয়েকটি অন্যান্য কয়েকটি চ্যানেল টিউন করার জন্য কয়েকটি পরিবারকে ঘুষ দেওয়া হয়েছিল।

যদিও রিপাবলিক টিভির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। টিআরপি কেলেঙ্কারিতে চ্যানেলেও আরও এক কর্মী- ওয়েস্টার্ণ রিজিয়ন ডিস্ট্রিবিউশন হেড ঘনশ্যাম সিং-কে গত মাসেই গ্রেফতার করা হয়েছে। এ মাসে জামিন পেয়েছেন তিনি।

মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী সংস্থা বা সিট (SIT) এখনও পর্যন্ত এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে। যদিও রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী (Arnab Goswami) গত সপ্তাহে বম্বে হাইকোর্টের দারস্থ হন। TRP ম্যানিপুলেশন কেলেঙ্কারি মামলায় মুম্বই পুলিশ তদন্তের যেন স্থগিত করা হয় সেই আর্জি জানান তিনি।

অর্ণব গোস্বামী এবং রিপাবলিক টিভির মালিক এআরজি আউটলেট মিডিয়ার দায়ের করা এই আবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে এই ফার্মের এক কর্মীকে পুলিশ হেফাজতে রেখে নির্যাতন করা হয়েছে।

গত সোমবার সুপ্রিম কোর্ট রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের, মালিক এআরজি আউটলেটর মিডিয়া প্রাইভেট লিমিটেডের দায়ের করা আবেদনটি গ্রহণ করতে অস্বীকার করে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এই মিডিয়া হাউস ও তার কর্মীদের সুরক্ষা চাওয়া হয়েছিল এই আবেদনে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement