Advertisement

Jammu-Kashmir: অশান্ত জম্মু-কাশ্মীর, কিশতওয়ারে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ ২ জওয়ান

শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দুইজন সেনা সদস্য শহিদ এবং আরও দুইজন জখম হয়েছেন। চট্টরু বেল্টের নাইডঘাম এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টিম একটি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান গিয়েছিল। সেই সময়ই এমনটা ঘটে।

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এনকাউন্টারে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে দুই সেনা সদস্য শহিদ হয়েছেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2024,
  • अपडेटेड 7:25 AM IST
  • দুইজন সেনা সদস্য শহিদ এবং আরও দুইজন জখম হয়েছেন।
  • সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টিম একটি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান গিয়েছিল
  • পিংনাল দুগাড্ডা জঙ্গলের উপরের এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা।

শুক্রবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দুইজন সেনা সদস্য শহিদ এবং আরও দুইজন জখম হয়েছেন। চট্টরু বেল্টের নাইডঘাম এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টিম একটি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান গিয়েছিল। সেই সময়ই এমনটা ঘটে।

পিংনাল দুগাড্ডা জঙ্গলের উপরের এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। তাদের কাছে পৌঁছতেই সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। এই এলাকাটি চট্টরু পুলিশ স্টেশনের আওতাধীন নাইডঘাম গ্রামের অন্তর্গত। সংঘর্ষে চারজন সেনা আহত হন। এঁদের মধ্যে জুনিয়র কমিশন্ড অফিসার নাইব সুবেদার বিপিন কুমার এবং সিপাহী অরবিন্দ সিং গুরুতর আহত হয়েছিলেন।পরে তাঁরা শহিদ হন।

সেনাবাহিনী জানিয়েছে, গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এখনও অভিযান চলছে। আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বারামুল্লা জেলায় পৃথক সংঘর্ষ

শুক্রবার রাতে বারামুল্লা জেলার চক তাপ্পর ক্রেরি পাত্তন এলাকায় আরেকটি গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ। উভয় এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement